
বিচার বসেছিলো সেই সকালে। এখন দুপুর। কিছুক্ষণ আগে উত্তম-মধ্যম দেয়ার পর মাথার চুল গুলো কেটে তাকে ন্যাড়া করে দিয়ে গেছে পাড়ার ছেলেগুলো। এদের অনেকেরই আতুড় ঘরে সে উপস্থিত থেকেছে। প্রসব বেদনায় যখন ওদের মায়েরা ছটফট করেছিলো, তখন ধৈর্যের চরম সীমায় থেকে পরম মমতায় সেই তাদেরকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছিলো। ছেলেপেলেদের উপর কেন জানি কোনো অভিমান হচ্ছে না, অভিমান কেন করবে! চুরি করে ধরা পড়লে সবাইকেই ন্যাড়া করে দেয়া হয়।
স্কুল ঘরের ত্রাণ চুরির সময় দুজনেই ধরা পড়েছিলো। বিমলা দেবীর ঘরে সপ্তাখানেক ধরে একমুঠো চাল ছিলো না। আর সাদেক মিয়ার দরকার ছিলো নগদ টাকার। প্রস্তাবটা সাদেকের, আর বিমলা যোগাড় করেছিলো স্টোররুমের চাবি।
– বিচারে সাদেকের কি হলো, ওর মাথায় তো চুল নেই! তাহলে?
লুটিয়ে পড়া শরীরটাকে খুব যত্ন নিয়ে দাঁড় করালো, মাথাটা ভোঁ ভোঁ করছে। চোখের দৃষ্টি ধুলোবালি আর দৈহিক যন্ত্রণায় ঝাপসা হয়ে আসছে।
খানিকটা দূরে চেয়ার টেবিল পাতা হয়েছিলো যেখানে, সেখানে বসে সাদেক মিয়া স্কুলের সাংগঠনিক সম্পাদকের সাথে বসে চা খাচ্ছে। ওদের কথাগুলো এতদুর থেকে ভালো করে শোনা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে সাদেকের পরিস্থিতি তারমত হয়নি।
বিমলার খুব তেষ্টা পাচ্ছে। কার কাছে পানি চাইবে? কেউ কি চোরের জন্য একটু পানি এগিয়ে দিবে!
দৃষ্টিতে অন্ধকার নেমে আসে..
*ছবি -আমার।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চোর ত মানুষ ———————
সাবিনা ইয়াসমিন
হ্যা চোরেরাও মানুষ।
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
বিবেক বর্জিত দেশে, বিবেক যেন হাওয়ায় উঠে।
সাবিনা ইয়াসমিন
বিবেক বর্জিত মানুষের দেশে বিবেকের মুল্য থাকে না। ধন্যবাদ মহী ভাই। 🌹🌹
সুপায়ন বড়ুয়া
চোরের জন্য কেউ পানি এনে দেয় না।
কিন্তু সাদেক কোন যাদু বলে রেহাই পেল ?
ছোট গল্প লাগলো ভাল।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
চোর/চুরি সনাক্ত না হওয়া পর্যন্ত যাদু বিদ্যা বহাল থাকে।
ধন্যবাদ দাদা। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
বিচার ব্যবস্থা সবসময় নিরীহদের জন্য আর বুদ্ধিদাতাই অনেক সময় বিচারক হয়ে যায়।
এই নিয়মের বেড়াজাল থেকে বের হব কবে আমরা তা কারও জানা নেই। সহানুভূতির দুয়ার যে বন্ধ।
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
সমাজে বুদ্ধিদাতাদেরই জয়জয়কার। ছোট চোরদের মাথায় বুদ্ধি থাকে না, তাই এরা সহানুভূতির বাইরে অবস্থান করে।
শুভ কামনা আপনাকেও 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
যৌক্তিক গল্প উপস্থাপন।
বিবেক বর্জিত হলে যায়।
যেখানে একটু দয়া নেই সহানুভূতি নেই।
.
ভালো লাগার গল্প,দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভ কামনা তোমার জন্যেও 🌹🌹
মোঃ মজিবর রহমান
খমতা যার হাতে বিচারও তাঁর হাতে।
সাবিনা ইয়াসমিন
হু, ক্ষমতাবানেরাই বিচারক।
ধন্যবাদ, শুভ কামনা নিরন্তর 🌹🌹
বন্যা লিপি
স্বার্থের কারনে বিমলাদের ব্যাবহার করা, সাদেকের মতো প্রকৃত চোরেরা এমন করেই চুলহীন মাথা বাঁচিয়ে বিচারকের চেয়ারে সময়ের টেবিলে বিচার কার্যে আসীন হয়ে যায়। পরিকল্পনা আর চাবি চুরির মধ্যে পার্থ্যক্যটুকুর কারনেই সাদেকরা পার পেয়ে বিমলার মতো অভাবীদের সহজেই বিবেকের বাইরেই চোর বানিয়ে ফেলে। ছোট গল্পে উঠিয়ে এনেছ বর্তমান বাস্তবতার কঠিন রুপ যদি সত্যি বলতে চাই…… এ গল্পে আমি তোমার লেখনীর উত্তরন দেখেছি। অভিবাদন। ভালবাসা সাবিনা💕💕
সাবিনা ইয়াসমিন
তোমার মতো বন্ধু থাকলে আলাদা শিক্ষকের প্রয়োজন হয় না। আমি চেষ্টা করছিলাম, তুমি আমার চেষ্টায় সার্থকতা এনে দিয়েছো।
ভালোবাসা নিও, পাশে থেকো ❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
এভাবেই ক্ষমতার অপব্যবহার করে সাদেকরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আর দুস্থ, অভাবী, দুর্বলেরা বিচারের প্রহসনে দাবার গুটিতে পরিণত হয়। চমৎকার বাস্তবধর্মী লেখা পেলাম। ভালোবাসা অবিরাম 💓🌹 নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
অসহায় দুর্বলদের কারণেই প্রভাবশালী সবলরা তাদের স্বভাব পালটায় না।
অনেক ধন্যবাদ আপনাকে, শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
সাদেকের মত প্রকৃত চোরেরা আমাদের সামাজের কীট।এরাই সমাজটাকে নষ্ট করে দিয়ে বিমলার মত বাকিদের ব্যবহার করে। আর এভাবেই শুধু শাস্তি পায় বিমলারা।
সাবিনা ইয়াসমিন
কীটের কাজই অন্যের ক্ষতি করা। এরা মানুষরুপী কীট, তাই এদের লক্ষ্যবস্তু শুধু নিরীহ মানুষ।
ব্যস্ততা কমলে নতুন লেখা দিন, পড়বো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্ব সব সনয়ই হয়ে এসেছে।
সমাজে যে বেশি দুর্বল তার উপরেই চলে বিচার।
বেঁচে যায় ধুরন্ধর শক্তিশালী মানুষ।
দুর্বলের উপর সবলদের অত্যাচার অনেক সময়ই পৈচাশিকতায় রূপ নেয়। মানুষের আদিমতা প্রকাশ পায় তখন। উপকারের কথা বেমালুম ভুলে যায় এই অবস্থায় তারা।
ভিন্ন ধরনের লেখায় ভালোলাগা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সবলের অত্যাচার বেশিরভাগ সময়েই পৈচাশিক পর্যায়ে চলে যায়। তাদের আদিম বন্য আচরণ সবাইকে মনে করিয়ে দেয় মানুষ কখনোই সম্পূর্ণ সুসভ্য প্রাণী হতে পারেনি/ পারবে না।
ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹