
দিন চলে যায়
রাত চলে যায়
সময় গুলো শেষ হয়ে যায়
দেহ টাও বুড়িয়ে যায়
কেশগুচ্ছ শ্বেত হয়ে যায়
চোখের জ্যোতি ম্লান হয়ে যায়
সৃতিগুলো ফিকে হয়ে যায়
মরন শুধু ডাক দিয়ে যায়
তবুও সবাই বাঁচতে যে চায়।।
রুপ থাকে না
গুন থাকে না
আসে পাশেকেউ থাকে না
ভাই ও না
বন্ধুও না
ছেলেও না কন্যাও না
থাকে জীর্ন দেহ খানা।।
ভয় আসে
ক্ষয় আসে
রোগ আসে
শোক আসে
দু:খ আসে
মরন গ্রাসে।।
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সোনার যৌবন সোনার জীবন শেষ বয়সে এসে এমনটাই হয়। কেউ পাশে থাকেনা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
আতা স্বপন
পাশে কেউ থাকে বা থাকে না এটা যেমন সত্য তেমনি মরতে হবে এটাই মূল। মরতে যেহেতু হবে কোথায় যাব? কি হবে? কেমন হবে? এসব নিয়ে বেশী বেশী ভাবতে হবে।—————————ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
শোক আসে
দু:খ আসে
মরন গ্রাসে।।
সর্বনাশে।
এটাই জীবন বন্ধু
সার্থক রূপায়ন।
শুভ কামনা।
আতা স্বপন
জীবন এর পর্যায়গুলো আমাদের বার বার স্মরন করিয়ে দেয় এটা তোমার স্থায়ী ঠিকানা নয়………………….ধন্যবাদ
ফয়জুল মহী
ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
আতা স্বপন
রক্ষাকর্ত আল্লাহ………….এই বিশ্বাসই আমাদের একমাত্র সম্বল………………ধন্যবাদ
নিতাই বাবু
এমনি করে একদিন সব শেষ হয়ে যায়! শুধু কিছু কথা থেকে যায়। কিছু স্মৃতি থেকে যায়।
শুভকামনা থাকলো স্বপন দাদা। এই সময়ে ভালো থাকবেন আশা করি।
আতা স্বপন
শেষ হবেই এই শেষের মাঝেই অসীম জগতের শান্তী খুজে নিতে হবে………………ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি কবিতা উপহার দিলেন আতা ভাই। আপনার কবিতায় মুগ্ধ।
আতা স্বপন
কবিতা সুন্দর কিনা জানিনা তবে মৃত্যু সত্য তা সুন্দর হলেই রক্ষা……………………..ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সেটা বলার অপেক্ষা রাখেনা আতা ভাই। জন্ম হলে ও মৃত্যু অনিবার্য। অমোঘ সত্য।
হালিম নজরুল
একদিন সব ফুরিয়ে যায়।
আতা স্বপন
যেতে হবে আমল করে যাই…………ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনা কবি দা
অনেক শুভেচ্ছা রইল————–
আতা স্বপন
এটাই সত্য তাইতো ভাবি ভাই
এই ভাব না ছাড়া কোন গতি নাই///////////////////////////ধন্যবাদ