চিরন্তন কাব্য

আতা স্বপন ১৬ মার্চ ২০২০, সোমবার, ০৭:০৭:২৯অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

দিন চলে যায়
রাত চলে যায়
সময় গুলো শেষ হয়ে যায়
দেহ টাও বুড়িয়ে যায়
কেশগুচ্ছ শ্বেত হয়ে যায়
চোখের জ্যোতি ম্লান হয়ে যায়
সৃতিগুলো ফিকে হয়ে যায়
মরন শুধু ডাক দিয়ে যায়
তবুও সবাই বাঁচতে যে চায়।।

রুপ থাকে না
গুন থাকে না
আসে পাশেকেউ থাকে না
ভাই ও না
বন্ধুও না
ছেলেও না কন্যাও না
থাকে জীর্ন দেহ খানা।।

ভয় আসে
ক্ষয় আসে
রোগ আসে
শোক আসে
দু:খ আসে
মরন গ্রাসে।।

৫৯০জন ৫০০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ