
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
চতুর্দিকে আজ আমার ফেলে আসা পুরানো সব ক্ষত
নতুন ধাঁচে নতুন করে সেই উতলে উঠেছে- হাত দিও না।
সিদ্ধেশ্বরীর অন্ধরাতে আমার জমজ ব্যথা পড়ে থাকে
কাঁটাতারের ঝুলে থাকে আমার শতছিন্ন ব্যথার পতাকা
আর ভি আই পি কবলে অকালে স্বর্গ আঁকি- হাত দিও না।
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
দালালী মঞ্চে যখন আমার রাষ্ট্রনায়ক নির্বাক নৃত্যশিল্পী
ছদ্মবেশী আগুনে পুড়ে ডিসকাউন্টে চাষী- হাত দিও না।
আমি বলছি-
এমনভাবে আচমকা আমার ভিতর হাত দিও না
আমি কোনো গুম হওয়া ধর্ষিতা নারীর চামড়া নই
আমি কোনো বাধর্ক্য নারীর অপুষ্টিজনিত বিবেক নই
হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ
একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
প্রেমিকের পরিহিত লালটিপ কর্কশ ছোঁয়ায় সরে গেলে
জেগে উঠবো আবার- যুগের পুরোনো সব ইতিহাসে
সুযোগে, আনাচে-কানাচে, গলিপথে আমার ঘুমন্ত শরীরে
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না
কসম প্রজন্মের রক্তচিত্রে আবার গিলে খাবো তোমাকে।
নেত্রকোণা, ময়মনসিংহ
১১টি মন্তব্য
রেহানা বীথি
হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ
একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।
অদ্ভুত সুন্দর লিখলেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
বিজয়ের শুভেচ্ছা রইল
সুপায়ন বড়ুয়া
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
পুরুষের হাত টেনে তুলতে পারে
পাষন্ডের হাত খাবে খাবলে
তুমি বলো বন্ধু আমার
কোনটা নেবে তুলে !
ধন্যবাদ
নাজমুল হুদা
কখনও পুরুষের হাতে টেনে তুলে না, তুলতে পারে না!
প্রেমিকের হাত টেনে তুলে
স্বামীর হাত টেনে তুলে
বাবার হাত টেনে তুলে
ভাইয়ের হাত টেনে তুলে।
ধন্যবাদ প্রিয় 💕
নিতাই বাবু
“হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ
একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।”
আবার হাত দিলে ঠিক এমনই হতে পারে।
কবিকে বিজয় দিবসের শুভেচ্ছা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই 💕
বিজয়ের শুভেচ্ছা আপনাকেও
নিতাই বাবু
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
জিসান শা ইকরাম
অসাধারন এক কবিতা পড়লাম নাজমুল,
শুভ কামনা।
নুর হোসেন
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
দালালী মঞ্চে যখন আমার রাষ্ট্রনায়ক নির্বাক নৃত্যশিল্পী
ছদ্মবেশী আগুনে পুড়ে ডিসকাউন্টে চাষী- হাত দিও না।
-চমৎকার অভিব্যক্তি ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না
কসম প্রজন্মের রক্তচিত্রে আবার গিলে খাবো তোমাকে।জাস্ট অনবদ্য।
চমৎকার উপস্থাপন ভাই
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ, চমৎকার।এমন করে ভাবতে পারাটাই অন্যরকম ভালো লাগলো।