
প্রিয় মৃণালিনী,
কিছু অভিমান চেপে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তুু হাজারো চেষ্টা করে পারিনি নিজের জিদটাকে কাজে লাগাতে! কিছু তেলে ভাজা সেঁতসেঁতে শব্দ অামাকে ঘুমাতে দেয়নি। তোমাকে নিয়ে লিখতে বিষন্ন করে তুলেছিল, তাই কলম ধরতে বাধ্য হলাম। অাজ ছোট করেই জানতে চাইবো কেমন অাছো? এই বৃষ্টিস্নাত রাতে অামার কথা কী মনে পড়ে তোমার? অামার এখন আর কোনো কিছুতেই অসহ্য লাগে নাহ! এক সময় খুব অগোছালো ছিলাম। রাত করে বাড়ি ফেরা, গভীর রাত পর্যন্ত অনলাইনটাকে পুঁজি করা সবকিছু আজ জরাজীর্ণ ধূসর।অাচ্ছা মৃণালিনী, তুমি কী এখনো অাগের মত বৃষ্টিতে ভিজো? ভারত থেকে উড়ে অাসা বৃষ্টিগুলো কি এখনো তোমার বদন ছোঁয়? নাকি বিষন্ন মনে ঘরে বসেই বৃষ্টিকে হিংসে করো? আমি আজকাল খুব বৃষ্টিতে ভিজি। অফিস থেকে অাসার পথে, প্রায় অনেকদিন বৃষ্টিতে ভিজেছি। তুমিতো জানো অামি ছাতা ব্যবহার করিনা,তাই প্রায় সময় বৃষ্টিতে ভিজতে হয়। আচ্ছা তুমি কী এখনো অামার চিঠির জন্য অপেক্ষা করো? নাকি জিদটাকে লেপ্টে ধরে ধুম করে বসে থাকো ঘরের কোণে!! মৃণালিনী অাজ খুব মনে পড়ছে তোমায়। ইচ্ছে হচ্ছে এক দৌঁড়ে তোমার বাসায় কি কড়া নেড়ে বলি মৃণালিনী, মৃণালিনী বাড়ি অাছো? তারপর কোলে করে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি,স্পর্শ করি তোমার বসন্তময় গতর। প্রিয় মৃণালিনী, যদি ভুল করেও মনে পড়ে আমার কথা। তবে একটা চিঠি দিও মেঘের খামে! ছোট করে জানতে চেয়ো আমি কেমন অাছি।।
….. ইতি তোমার…..
কাল্পনিক রুদ্রাক্ষ
ফাল্গুনী_চিঠি_থেকে
২৮ ফেব্রুয়ারি ২০১৯
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চিঠি স্থান নিয়েছে জাদুঘরে!
তবুও আমরা মনের কথা কাল্পনিক চিঠিতেই লিখি।
চালু রাখুন, আরও আবেগময় করে লিখুন।
পড়ব আমরা।
মাছুম হাবিবী
জ্বী অনেক অনেক ধন্যবাদ।।
শিরিন হক
সু্ন্দর প্রকাশ
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
মৃণালিনী হয়তো এখনো অপেক্ষা করে রুদ্রাক্ষের চিঠির, হয়তো রুদ্রাক্ষই ভুলে যায় চিঠি পোস্ট করতে।
আবেগময় চিঠি। ভালো লেগেছে পড়ে।
শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
রুদ্রাক্ষ ডাকবাক্সে যেতে ভুলে গেছে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
প্রদীপ চক্রবর্তী
সুন্দর প্রকাশময়
মাছুম হাবিবী
ধন্যবাদ
শাহরিন
সুন্দর চিঠি ☺
মাছুম হাবিবী
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
অনেক সুন্দর প্রকাশময়।
মাছুম হাবিবী
ধন্যবাদ
তৌহিদ
এত আবেগ নিয়ে মানুষ ঘুমায় ক্যামনে?? ভালো লিখেছো ভাই।
শুভকামনা রইলো।
মাছুম হাবিবী
ভাই আমি নিশাচর ঘুমাই নাহ
ধন্যবাদ
তৌহিদ
কবিরা বোধহয় রাত জাগে আর দিনে ঘুমায় 😃😃
আরজু মুক্তা
আবেগময় চিঠি।।আমিও অপেক্ষা করি।।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
শামীম চৌধুরী
সুন্দর প্রকাশনা চিঠির মাধ্যমে।
মাছুম হাবিবী
ধন্যবাদ
জিসান শা ইকরাম
আবেগের প্রকাশ ভালো হয়েছে,
কল্পনায় একজনকে চিঠি দেয়া কঠিন, আপনি তা পেরেছেন।
মাছুম হাবিবী
হুমম দাদা অনেক ধন্যবাদ।।
জিসান শা ইকরাম
শুভ কামনা ভাই।