
প্রিয় নবীণা
মহামারীর আজাহারীতে যত না ক্লান্ত, তার চেয়েও অধিক বিধস্ত তোমার নেতিবাচক মনোভাবে । কাছে থাকা, বা পাশে থাকাই ভালবাসায় প্রকাশ পায় না , যদি মনের দুরত্ব থাকে । আমার কাছে ভালবাসা ই হলো, ভাল কিংবা মন্দে প্রিয় জনের সুকামনা করা ইতিবাচক মনোভাব । পেয়ে খুশির চেয়ে না পেয়ে খুশি থাকাই ভালবাসার উত্তম নিদর্শণ । ভালবাসা একটি চলমান প্রক্রিয়া , এখানে মনের ও বিকাশ ঘটে, আবার মনকে বিভিন্ন রুপে সৃষ্টি ও করে । ভালবাসা এক প্রকার চরম ও পরম আসক্তি, যা মনকে নিস্তেজ করে না, বরং উদজীবিত করে ও প্রফুল্লতা দান করে । যার ফল ইতিবাচক দৃষ্টিভঙ্গি ।
গ্রাম্য একটা প্রবাদ আছে, ” ছায়া কে পা দেখালে, ছায়া ও পা দেখায় ” । তাই অন্যকে বদলাতে না পারলে, নিজেকে বদলাও ,। অন্যকে নিজের মতো তৈরি করতে না পারলে, নিজেকে অন্যের মতো সৃষ্টি করো । সমতা ও সমর্থন আনো, মত, চিন্তা ও চেতনার । সব সময় সব কিছু নিজের মতো পাওয়া যায় না, নিজেকেও অন্যের মতো উপস্থাপন করতে হয়, তাহলেই ভালবাসা আদায় করা যায় ষোল আনা । সব সময় নিজের মতো বললেই হবে না, নিজেকেও অন্যের কথা শোনার জন্য, মানবিক ও মানষিক ভাবে তৈরি করতে হবে ।
যাক, শুরুতেই তোমার সাথে ভালবাসার অনেক নীতি বাক্য বলে ফেললাম, হয়ত পাগলের ই প্রলাপ , নয়ত অযুক্তিক মনের আকুতি ।
সারা দেশ আজ স্থবীর হয়ে আছে, মহামারির আতংকে কোণ ঠাঁসা হয়ে আছে, গ্রাম শহর, নগর, বন্দর । ব্যহত হয়ে আছে স্বাভাবিক কর্ম সংস্থান । হেন পরিস্থিতিতে কেমন আছো, কিভাবে আছো কিছুই জানা হলো না আমার । মুসলিম উম্মাহর উৎসর্গ দানে পালিত হয়েছে ঈদ উল আযহা । কতোটা আনন্দ, কতোটা বেদনা, আর কতোটা অভিমানে কেটেছে তোমার চারপাশ , তার কিছু ই জানি না ।
আমি তো আত্মবিলাসি এক প্রাণ,
না পাওয়ার অভিযাত্রায় ই আমার জীবনের জয়গান ।
বাহিরে ঘোর অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হয়ে ঝরে পড়ছে মেঘেদের কান্না । আমার চোখে এতো জল কোথায়, যে মেঘের মতো কাঁদবো ??
আজ আর নয়, ভাল থেকো অহর্নিশি। ভাল থাকুক তোমার চারপাশ ।
শেষান্তে
তোমার সেকুল
রচনা ঃ ২২ /০৭/২৯২১
১০টি মন্তব্য
হালিমা আক্তার
সত্যি ভালোবাসার জন্য পাশে থাকতে হয়না। দূরে থেকেও ভালোবাসা যায়। অন্যকে নিজের মত করা যায় না। নিজেকেও অন্যের মতো পরিপূর্ণ ভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। ক্ষেত্র বিশেষ শুধু মানিয়ে নেওয়া যায়। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধনবাদ ও অনেক শুভ কামনা
আরজু মুক্তা
দারুণ চিঠি। কেউ না বদলালে, নিজেই বদলে উদাহরণ সৃষ্টি করি।
মুগ্ধতা রাখলাম। শুভ কামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
মনের দূরত্ব তৈরি হলে সেখানে আর ভালোবাসা বলে কিছুই থাকেনা। পাশাপাশি থেকে ও অনেকেই ভালো নেই শুধু ভালোবাসার অভাবে। অনেক সময় সম্পর্ক ঠিক রাখতে বদলাতে হয় , অনেক কিছু ত্যাগ করতে হয়। শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা সহ শুভ দুপুর
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ। মনের দূরত্ব বেড়ে গেছে আর কিছু থাকে না বাকী। যদি মন থাকে তবে যোজন যোজন দূরে থেকেও ভালোবাসার মানুষটির স্পর্শে থাকা যায়
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
ঈদ মোবারক সহ অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
প্রিয়জন যদি বুঝতে ভুল করে তাহলে সেটা মেনে নেয়া ভীষণ কষ্টের। সব ব্যথা চোখের জলে ঝরে যেতে পারে না। মনের দুরত্ব বেড়ে গেলে ইতিবাচক যুক্তি গুলো প্রলাপের মতো শোনায়।
সুন্দর চিঠি।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা