প্রিয় ,
ক্যামন আছো তুমি ? আজ অনেক দিন পর তোমাকে লিখতে বসলাম। সকালে ঘুম ভাঙতেই কাগজ কলম নিয়ে বসে পড়লাম। কেন জানো ?কাল সারারাত তোমার মুখ চোখের সামনে ভেসে ছিলো, প্রিয় কোনো পারফিউমের ঘ্রান যেমন মাতাল করে !!চুপচাপ আমি নেশায় মুখ ডুবিয়ে রাখলাম তোমার বুক পাজরে !বুকের ভেতরে অস্থির অনুভুতি চোখে তৃষ্ণা আর অসহ্য আকুলতা !মুহূর্তেই ঘুম ভাঙ্গে , ভাঙ্গে সপ্ন !মুহূর্তেই শিউরে উঠি এই ভেবে যে,আমাদের কোনো প্রত্যাশা নেই !চাওয়া পাওয়া নেই !কেবলি এক আকাশ দূরত্ব। জানো তো , আজ সকাল থেকেই কেনো জানি খুব কান্না পাচ্ছে! শূন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য, জানি না। শুধু বুঝতে পারছি বুকের ভিতরে কোথায় জেনো লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু’চোখ ফেটে বেরুতে চাইছে।আজ প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম- তুমি কখনোই আমার ছিলেনা । আমি অকারন মিথ্যে মরিচিকার পিছনে ছুটেছি । তুমি কি সুনিপুণ ভাবেই আমার ভালোবাসা কে পায়ে দলে চলে গেছো !! মাঝে মাঝে নিজের বোকামি ক্ষণগুলো মনে করে খিলখিল করে হাসি । হেসে হেসে ক্লান্ত হয়ে কাঁদতে থাকি। অনেকে বলে আমি নাকি পাগল ! অন্যমনস্ক । কেউ কি জানবে একটি মেয়ে কি করে একজন মানুষের অস্তিত্ব লালন করতে করতে আজ স্বাভাবিক জীবন থেকে পাগলে রুপান্তর হচ্ছে । আমার বুকের জমিন মাড়িয়ে কি নিদারুন ভাবেই না তুমি সদর্পে হেঁটে চলে গেছো , জানবে কি কেউ ??
তোমাকে ভালবাসি প্রচণ্ড- এরচেয়ে কোনও সত্য আপাতত আর জানিনা! জানিনা এই ভালোবাসা আমাকে আর কতোকাল পিছিয়ে দেবে জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য থেকে।
দ্বিধাহীন ভাবে কিছু কষ্ট তুলে দিয়েছো হাতে …..আমিও তাই নিয়েছি দু হাত ভরে !!
ভালো থেকো তুমি ….আমি ভালো থাকি আর নাইবা থাকি ! ভালো থাকুক আমার প্রিয় সেই মানুষ ভালো থাকুক অপ্রিয় মানুষেরাও !!ভালো থেকো..
১৪টি মন্তব্য
লীলাবতী
চিঠির আবেগ স্পর্শ করে গেলো অন্তরকে ।
অনেক দিন পরে সোনেলায় দেখলাম আপু । মিস করি তো -{@
সুলতানা সোনিয়া
আমাকে কেউ মিস করে কথাটা শুনলেই ভীষণ আদূরে হয়ে পরি। খুব ভালো লাগলো লীলাবতি
ভালো থেকো।
খসড়া
খোলা চিঠি। খুব সুন্দর ভাবে উপস্থাপিত। ঝরঝরে মুক্ত স্বাধিন দৃঢ় লেখা। নিয়মিত লিখুন।
সুলতানা সোনিয়া
অনেক ধন্যবাদ । পাশেই থাকুন,
নীলকন্ঠ জয়
আমি ভালো থাকি আর নাইবা থাকি ! ভালো থাকুক আমার প্রিয় সেই মানুষ ভালো থাকুক অপ্রিয় মানুষেরাও।
মনের কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।তাই অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা।
সুলতানা সোনিয়া
আপনার জন্য রইলো এক আকাশ শুভকামনা।
প্রিন্স মাহমুদ
এটা কি চিঠি নাকি প্রবন্ধ ছিল ? ভাল লেগেছে
সুলতানা সোনিয়া
এটা চিঠি । স্রেফ মনের কথাও ধরে নিতে পারেন। ভালো থাকুন।
জিসান শা ইকরাম
এ চিঠি পড়ে মনটা কিছুটা খারাপ হলো —
চিঠি লেখায় এই আবেগটুকু জরুরী খুব ।
ভালো লেগেছে — নিয়মিত লেখা চাই , এক চিঠিতেই যেন থেমে না যায় ।
সুলতানা সোনিয়া
নিয়মিত লিখবো। কথা দিলাম।
আদিব আদ্নান
যন্ত্রনা পুত সুন্দর চিঠি পড়লাম অনেক দিন পর ।
লেখালেখি চালু থাকুক ।
সুলতানা সোনিয়া
অনেক ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
যার যা পাওনা নয় তাকেই তা দিয়ে যাওয়া …যুক্তি বিদ্যা অন্ধবিদ্যায় এসে কেনো যেনো থেমে যায়…ভালো লেগেছে লেখা আপু…
সুলতানা সোনিয়া
ধন্যবাদ