এখন ক্লান্তিতে থুবড়ে পরে পা। হাঁটুভেঙে ঋজু ভঙ্গিতে -মাথা নুয়ে আসে অসহ্য যন্ত্রণার হাতে দেহভার ছেড়ে দিতে!
এখন এলোমেলো পৃষ্ঠার অগোছালো অক্ষরগুলো কপট চোখে আগুন ঝরায়।
এখন আঙুলের কড়ায় অকালেই জড়িয়ে রয় কাঁঠালের আঠা, রং নেয়া হয়না আর আঁকতে আলপনা।
এখন বৈপরিত্তের চোখ ঠাঁটানি বড্ড চোখে বিঁধে কাঁটা। এখন সবই বুঝি……দরকার ছিলো বলে অর্জনে অভিজ্ঞতা….. ।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন সময় আসে হঠাৎ করেই,
শুভ কামনা।
বন্যা লিপি
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
আরজু মুক্তা
” ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। ”
অভিজ্ঞতাকে আমার শিক্ষক মনে হয়।
শুভ কামনা
বন্যা লিপি
জ্বি….. শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অর্জনেই অভিজ্ঞতার ঝুলি ভরে উঠে। বৈপরীত্য থাকবেই তবেই না জীবনের সৌন্দর্য, মহিমা প্রকাশিত, অনুভূত হবে। ক্লান্তি কেটে উঠুন , ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
বন্যা লিপি
আপনিও ভালো থাকুন,নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
এমন অনুভূতি সবারই হয়। কেটে উঠুক তারাতারি। শুভ কামনা।
বন্যা লিপি
শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
সবার জীবনেই মনে হয় স্থবিরতা আসে। ক্লান্তি কেটে ফিরে আসুক প্রাণচাঞ্চল্য। শুভ কামনা।
বন্যা লিপি
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
শ্রেষ্ঠ অর্জন কিন্তু এটাই! দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষা নেওয়া, শিক্ষার সমার্থক বলতে অভিজ্ঞতা। জীবনের প্রতিটি প্রথম পদক্ষেপে যেসব অভিজ্ঞতা অর্জন করি সেগুলোই পরবর্তীতে শিক্ষা হিসেবে কাজে লাগে। জরুরী নয় সব শিক্ষা পাঠ্যপুস্তক থেকেই নিতে হয়। আমাদের যাপিত জীবনটাই বিশাল এক পাঠশালা। এখানে একেক ক্ষণে উন্মোচিত হয় নিত্ত নতুন বই। আছে নিষিদ্ধ পান্ডুলিপি। জ্ঞানের দরজা জানালার ফাঁক গলে বিপরীত অনেক কিছুই পড়া হয়/ হয়ে যায়। নিয়ম বাধা সামাজিক পৃথিবীতে নিয়মের বৈপরীত্যে চলা জীবনেরই অংশ।
মন বিক্ষিপ্ত হয়ে আছে, আমারও লাগবে কিছু চার ছয় লাইন। কিন্তু পাচ্ছি কই!!
ভালো থেকো।
বন্যা লিপি
এই যে এত এত দোলাচালের পারাপার! আমি শুন্য কুড়াই শুন্যের ভীড় থেকে। চারপাশে জ্বলে হাজারো রঙের সত্যি/ মিথ্যে নিয়ন বাতি। আমি চোখ খুলে -চোখ বন্ধ রাখার ভাণ করি।
তারপর নুয়ে পড়ি
ছাই কুড়াই
নুড়ি টোকাই
জল জমাই
কথা না থাকাও ছিলো কথাদের ভিড়ে!
তবু কথা ভেঙে ভেঙে বিপরীত তকমায় সেঁটে যায় বিধিবদ্ধ নিয়তি!
জানি নিসৃত শব্দের অণুকণায় লেগে থাকে আকাশের বিস্তৃতি, চাওয়া গুলো ধরিত্রী অস্বিকার করে বলে নালিশের তালিকা মুছে নিই নির্দ্বিধায়।
তুমিও ভালো থেকো তোমারই মত
হালিম নজরুল
বৈপরীত্যের মধ্যেও অভিজ্ঞ হয়ে পড়ুন। প্রত্যাশা আমাদের।