আলোর দিন আসবে জানি,
বাজবে আবার বাঁশি।
হেসে খেলে বেড়াবে সবাই
ফিরবে আবার খুশি।
চাই সকলের এখন ঘরে থাকা
একটু কৃচ্ছতা সাধন।
জানি এতো দিনের অভ্যাস
মানতে চাইছেনা মন।
তবুও তো মানাতেই হবে
নেইতো কোনই উপায়।
ভুল হলেই যেনো যমদূত,
দুয়ারে নেবে আশ্রয়।
এসো তবে এই মুহুতূ থেকে
বিলাসিতা ত্যাগ করি।
ঘরে থাকি ঘরে থেকেই
করোনা মুক্ত দেশ গড়ি।
নিজের অন্ন ভাগ করে নেই
মানবতার হোক জয়।
একটু সাহায্য হতে পারে
দুঃখীর জন্য সহায় ।
ব্যক্তি অসতর্কতায় নষ্ট হতে পারে
হাজার লোকের জীবন।
সকলের সচেতনতায় বাঁচবে যেনো
লক্ষ কোটি প্রাণ।
ঘরে থাকি ঘরে থাকি
শুধু ঘরে থাকি।
মন খারাপের দিনগুলোতে না হয়
আকাশটাকেই দেখি।
এ এমনি যুদ্ধ জিততে হলে
কৌশলের প্রয়োগ চাই।
ঘরে থাকি ঘরে থাকি
ঘরে থাকাই শ্রেষ্ঠ উপায়।
৪৬২জন
৪৬২জন
৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“আলোর দিন আসবে জানি,
বাজবে আবার বাঁশি।
হেসে খেলে বেড়াবে সবাই
ফিরবে আবার খুশি।”
আলোর দিন আসবেই। সেদিনের প্রতীক্ষায় আছি।
শুভ কামনা
ইসিয়াক
কেমন আছেন দাদা? আশা করি ভালো আছেন।
হ্যাঁ দাদা আলোর দিন আসবেই…………শুধু প্রতীক্ষা।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
ভাল আছি ভাইজান। ভাল থাকবেন।
মাহবুবুল আলম
সুন্দর বিষয়বস্ত। তবে ছন্দের প্রতি যত্নবান হবেন।
মনে কিছু নেবেন না। শুভেচ্ছা রই।
সুপর্ণা ফাল্গুনী
আলোর দিন আসবেই জানি। ঈশ্বর সহায় হোন সবার। আজ কিন্তু ছন্দ মেলানো হয়নি ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
এই ক্রান্তিকালীন সময়ে ঘরে থাকতেই হবে, নইলে মৃত্যুর মিছিলে শামিল হতে হবে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
মন ঘরে না থাকতে চাইলেও থাকতেই হবে
তবুও যদি করোনার থেকে বেঁচে যায় অজস্র প্রাণ
চমৎকার লিখেছেন