
পাড়ার ছেলে, নাম তার খোকা ~
হাবলু, বাবলু, একটু বোকা ~
লোকে এমনটিই জানে ~
খোকা নেয় না তা কানে ~
একদা ডাক এসেছে দেশ জুড়ে ~
পরাধীনতায় যাচ্ছে বুক পুড়ে ~
বৃদ্ধা যুবা যাচ্ছে দলে দলে ~
মুক্তির মিছিলে, লাল সবুজ পতাকা তলে ~
খোকা ভাবে, এমনি করে যায় না থাকা ঘরে ~
মরতে হয় মরবো, লড়াই করে ~
বোকা ছেলেটি উঠলো জেগে ~
দেশের প্রেমে, মুক্তির অনুরাগে ~
আঁধার রাতে দিলো খোকা, সীমানা পাড়ি ~
বুকে বল, মনে পণ, অস্র নিলো ধরি ~
পাড়ার লোকে খুঁজে বেড়ায়, খোকা গেলো কই ~
লাল সবুজের নিশান হাতে, খোকা এলো ঐ ~
ধন্য ধন্য বলে পাড়া হলো সরব ~
বোকা ছেলে খোকা ই আমাদের গৌরব ।
~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৬/১২/১৯
ঢাকা
১৪টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
ভালো লিখেছেন, দাদা।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা
তৌহিদ
তারা জেগেছিলো বলেই আজ আমরা স্বাধীন। বিজয়ের শুভেচ্ছা ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা
বোরহানুল ইসলাম লিটন
খুব ভালো লাগলো কবিতাটি।
মুগ্ধতায় শুভেচ্ছা একরাশ প্রিয় কবি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা
ফয়জুল মহী
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা
আরজু মুক্তা
ওরাই আমাদের গর্ব।
শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লেখা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা
জিসান শা ইকরাম
বিজয়ের শুভেচ্ছা জানবেন,
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা