অসামাজিক হয়ে বাচা বড্ড গোলমেলে –
আমি তো অসম্ভব দুরত্ব পেরিয়ে যেতে পারি নিমেষ মাত্রে,
ব্যাক্তিগত স্বর্গের কাছাকাছি যেতে পারি আলোকবর্ষসম দুরত্ব পেরিয়ে
ভেঙে দিতে পারি চাইলেই সামাজিক আটপৌড়ে ব্যবহার ,তুচ্ছ রীতিনীতি সকল
তোমার অশ্রুজলের সাথে মিলিয়ে দিতে পারি আমার দুঃখ নোনাজল ।
– কিংবা দিতেই পারি, সরু পাড়ের নীচের উঁকি দেয়া পদযুগলে
আমার উষ্ণ নিঃশ্বাস , সৃষ্টি ও ধংসের একাকার পরশ
সে আমার শ্রেষ্ঠ সময় হবে –
যখন শরীরের কৌটায় বন্দী ভোমরার ,
এলাচগন্ধা শ্বাসবায়ুর কথা মনে পরে যাবে।
– সে বরং সামাজিক নিয়মেই বাঁচুক
আমি থাকি তার গোপন উল্লাস আর দুঃখের যুগলবন্দীতে।
৮টি মন্তব্য
ব্লগার সজীব
সে বরং সামাজিক নিয়মেই বাঁচুক
আমি থাকি তার গোপন উল্লাস আর দুঃখের যুগলবন্দীতে। (y) (y) (y) আমিও চাই তা।
ভালো লেগেছে ভাইয়া।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ সজীব ভাই 🙂
নীতেশ বড়ুয়া
আমি আছি অসামাজিক হয়ে বড্ড গোলমেলে গোপন উল্লাস আর দুঃখের যুগলবন্দীতে -{@
আগুন রঙের শিমুল
😀
নীতেশ বড়ুয়া
খুবই আশা করছি ‘ব্লগার শিমূল’ আরশিক্কাক্কারে এইহানে পামু নিয়মিত 😀
আবু খায়ের আনিছ
ভেঙে দিতে পারি চাইলেই সামাজিক আটপৌড়ে ব্যবহার ,তুচ্ছ রীতিনীতি সকল
তোমার অশ্রুজলের সাথে মিলিয়ে দিতে পারি আমার দুঃখ নোনাজল ।
ভেঙে দিন না ভাই, সেটার অপেক্ষা ই ত করি।
ভালো লাগল ভাই।
নীলাঞ্জনা নীলা
ছবিটা দেখলাম। পিছিয়ে যাওয়া হাত লাগেনি। স্পর্শটা বেশ দৃঢ়।
আর লেখা? কি বলবো? সমাজ বড়ো পিছিয়ে দেয় মনের এগিয়ে যাওয়াকে। বন্ধ করে দেয় আবেগের সকল দরোজা-জানালা। চাইলেও ভেঙ্গে যাওয়া যায়না।
আমাদের তৈরী করা সমাজ হয় শিকারী আর আমাদের আবেগী মন হয় শিকার।
চলুক এমন লেখা। যেনো না থামানো হয়। (y)
শুন্য শুন্যালয়
সামাজিক স্বর্গটা নৈমিত্তিক হয়ে যায়। নিহিলার বিষ পানের মানুষুগুলো এমনই খুঁড়ে খুঁড়ে দেখে নিজেকে।
আমি থাকি তার গোপন উল্লাস আর দুঃখের যুগলবন্দীতে। অদ্ভূত সুন্দর শিমূল ভাইয়া। কিছু পাওয়া নিজের, একান্তই নিজের, উষ্ণ নিঃশ্বাস তা পোড়াতে অক্ষম।
মাপ দেওয়া যাবেনা আপনাকে।