
পাশের বাড়ির বুদ্ধু জেঠা
খাবার আশে ভাজি,
হাট থেকে এক ছোট্ট ইলিশ
কিনছে হয়ে রাজি।
জেঠি শুধায় দুর্দিনে আজ
এই কি তোমার শান?
শুনেই এ বাক জাগলো আড়ে
সজাগ দু’টি কান।
বুঝায় জেঠা ক্যান করো আর
আফসোসে হায় হায়!
কাল না হলে দু’দিন পরেই
করবো ফের এ আয়।
তারচে’ বরং মাছে দেখে কও
কেমন হলো জিত!
জেঠি ভাবে রস ঝরে ক্যান
গললো কি ওর পীত!
ব্যাগ ঢেলেই কয় মাছ তো পচা
অনেক দিনের বাসি!
শুনেই সেকি গেন্দি মাসির
খিল-খিলানি হাসি!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১১টি মন্তব্য
তির্থক আহসান রুবেল
ছন্দ-তাল ভাল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ফয়জুল মহী
বরাবরের মতো খুব গুছানো আর মনোমুগ্ধকর ।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল প্রিয় কবি!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার সাহিত্য প্রেমও আমি মজগুল বোরহান ভাই। আমি এতো সুন্দর করে লিখতে অপারগ বিধায় নগণ্য পাঠক হয়েই থাকি।
অনেক অনেক শুভেচ্ছা ভাই।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
প্রতিটি লেখকই পাঠক মজিবর ভাই!
আর আপনার লেখা কখনো অসুন্দর নয়!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
সরি ভাই, আপনি (এখানে আপনি হবে)এতো সুন্দর করে লিখতে অপারগ বিধায় নগণ্য পাঠক হয়েই থাকি
কামাল উদ্দিন
সুন্দর সাবলীল, ভালোলাগা জানিয়ে গেলাম ভাইজান।কামাল উদ্দিন
সুন্দর সাবলীল, ভালোলাগা জানিয়ে গেলাম ভাইজান।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
চমৎকার লেখা। শুভ কামনা রইলো।