
নির্ভরতা#
প্রতি সেকেন্ডের হিসেব যদি পেতে চাই;
তবে বন্ধ হবে জবাবের দরজা।
নয়তো নাটুকেপনার চারিত্রিক কসরৎ।
যুগান্তর রইলো পরে যোজন যোজন দূর অজানার গন্তব্যে।
বিশ্বাসের দেয়ালে ঠেস্ দিয়ে শীতল পাটি দাঁড়িয়ে থাকার মতো অপেক্ষা।
কখন বিছানো হবে নির্ভরতার পাটি?
বোধ#
না চাইতেই
পেয়ে যাই অফুরন্ত
চাইলাম বলেই…
কোষাগার শুন্য!
এপিঠ ওপিঠ উল্টে দেখি
যোগ-বিয়োগের খেলা
অবাক চোখে নাচছে
শুধুই হরেক রকম ধাঁধা।
থাকুক পরে যেথায় যেমন
গনিতসম ধাঁধার সৈন্যদল
শাদা পৃষ্ঠায় রইলো তবে
সমাধানেরই বি-ফল!
বায়না#
কতদিন দেখোনা বলোতো
হাতের মুঠো!
তাকিয়ে দেখো মুঠোভর্তি জোছনা
বুলিয়ে নাও
দু’চোখ ভরে
দূর করো যত
আঁধারের বায়না।
জল্লাদ#
দেয়াল ভাঙার শর্তেরাও
পাথর হয়ে যায়-
আধেক পৃষ্ঠার গল্পেই
পুড়ে যায় ,বাকি পৃষ্ঠার সারাংশ
অসাধারন চমৎকারিত্বের রোশনাই
চোখের ধাঁধা!
লাইন শুরু না হতেই
গল্প শেষ।
কিছু গল্পের জল্লাদ হয়ে যাই
নৃশংস রকম;
ক্রমশ ফাঁসিকাষ্ঠে ঝোলাতে থাকি স্বপ্নের দেহ।
প্রথম পাতায় শিরোনাম
প্রকাশিত হয় প্রশংসার!
ছোবল#
নিশিগন্ধার প্রকট
আদিখ্যেতার যোগসাজসে
রাত্রিগুলো বেহায়াপণায় জ্বলে থাকে
অজস্র ক্যাকটাস ফোটে
একটার একটা;
হিংসের মত বড়
কিছু নেই আসলে, চাঁদটাও ছোটো মনে হয়
পৃথিবীর জন্যে।
১৯টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“একটার একটা;
হিংসের মত বড়
কিছু নেই আসলে, চাঁদটাও ছোটো মনে হয়
পৃথিবীর জন্যে।”
যদি সঠিক বুঝে থাকি।
বলেছেন যতার্থ আপু।
শুভ কামনা।
বন্যা লিপি
সঠিক বুঝেছেন দাদা। যথার্থ।
ধন্যবাদ।ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
প্রতি সেকেন্ডের হিসেব পেতে চাইলে জবাবের দরজাটা বন্ধ থাকার সম্ভাবনাই বেশি। বলা যায়না, নাটুকেপনা দেখার পাশাপাশি হয়তো অংশ নিতে হবে নাটকের কেন্দ্রীয় চরিত্রে।
কিছু পাওয়া যেন, চাওয়া নয়
কিছু চাওয়া থেকে যায় অনুভূতির দোলাচালে,
বোধের ভাবনায়, নির্বোধের মতো হারিয়ে যায় কল্পকথার গল্প গুলো..
অণুকবিতা গুলো কিযেন কি বলতে চায়,
হয়তো বুঝেছি কিছু,
এড়িয়ে যাবার ছলে না-বোঝাটুকু রয়ে গেলো পিছু,
ভালোবাসা অনেক অনেক ❤❤
বন্যা লিপি
এড়িয়ে যাবার ছলে যা যা বুঝেছো, সে নিতান্তই তোমার নিজ বোধসম্পন্ন মেধা, বা মেধা সম্পন্ন বোধ। কত কত গল্প বলা বা লেখার আগেই সমাপ্তি টানতে হয়। কখনো কখনো ভালবাসার কাছে হিংসেরা যায়।
একটা জীবনের নাট্যমঞ্চে সত্যি কেন্দ্রিয় চরিত্রে থেকে যেতে হয় বড় কষ্টে। তখন আড়ে ঠাঁড়ে শব্দেরা খেলে যায় নির্বোধের শাদা পৃষ্ঠায়।
ভালবাসা বাসতে কার্পণ্য নেই, আছে শুধু হারাবার ভয়। সাথে থেকো বাকিটা জীবন এমনি করে। ভালবাসি তোমাকে ভীষণ ময়না❤❤❤❤
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ।
বন্যা লিপি
ধন্যবাদ জানবেন মহী ভাই….আপনি ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
পাঁচটি অনুভুতি একবারে দিলে কোনটা রেখে কোনটার কথা লিখি!
গুচ্ছানুভূতি সুন্দর হয়েছে। এভাবে মাঝে মাঝে পোষ্ট করলে ভালো হয়।
শিরোনাম – গুচ্ছানুভূতি ১, ২, ৩, ৪………… এভাবে।
শুভ কামনা।
বন্যা লিপি
ওয়াও! দারুন বুদ্ধি দিলেন তো! এরপর মনে থাকবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
মাহবুবুল আলম
সবগুলো কবিতাই পড়েছি। ভাল লেগেছে।
তবে গুচ্ছানুভূতি না বলে গুচ্ছকবিতা বলােই শ্রেয়।
অনুভূতি আর কবিতা এক নয়।
শুভেচ্ছা জানবেন।
বন্যা লিপি
আপনার বিশ্লেষণ ঠিক আছে, আমি আসলে বিভাগটাকে কবিতা দিতে চাইনি…..একান্ত অনুভূতি দিতে গিয়ে ভুলে কবিতা বিভাগ এসে গেছে। আমি সবসময় বলি….” আমি কবিতা লিখতে পারিনা….তাই যা লিখি সবই আমার “একান্ত অনুভূতি”র আওতায় রাখতে চাই। ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
তৌহিদ
প্রতি সেকেন্ডের হিসাব চাইলে অনেক কিছু গড়বড় হতে বাধ্য, চলুকনা যেমন চলছে। অন্তত মনোমালিন্য হবেনা তাতে।
চাওয়া পাওয়ার হিসেব মেলানো খুব কঠিন। না চাইতে যা পাওয়া যায় তা মূল্যহীন। এ বোধ উভয়ের থাকা উচিত।
আহা কি সুন্দর রোমান্টিক বায়না! এমন আবদার পূরন না হলে সে জীবনের মানেই নেই।
কিছু সুন্দর গল্প শুরু না হতেই তৃতীয় পক্ষের জন্য সমাপ্ত হয়ে যায়। কসাই তারা।
মানুষতো আমরা, নিশিরাতে একটু আদিখ্যেতা না হকে ভালো লাগেনা কিন্তু। এই টুকটাক, চুপিচুপি। এইতো জীবন।
চমৎকার লেখা পড়লাম আপু। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
ভাই, আপনি একনিষ্ঠ পড়ুয়া পাঠক। প্রতিটি লেখার পোস্টমর্টেম করে ছাড়লেন। ধন্য আমি। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
আপনার লেখাই এমন, মন্তব্য না করে পারা যায়না যে!
সুপর্ণা ফাল্গুনী
প্রতি সেকেন্ডের হিসাব পেতে চাইলে হিসাবটা গড়মিল হতে বাধ্য, উল্টো নির্ভরতার শীতল পাটি বিছানো হবে না। বোধ সবার মধ্যে সমানভাবে কখনোই কাজ করে না, তাই আশা করাটা সমাধানেরই বিফলতা। মুঠোভর্তি জোছনা দিয়ে আঁধারের বায়না মিটানো-দারুনতো। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো
বন্যা লিপি
বাহ্…. আপনি সবসময় চুলচেড়া মন্তব্য করেন ছোটদিভাই! ভালো লাগে। ভালো থাকবেন সবসময়।
শামীম চৌধুরী
এমনিতেই আপনার লেখা পড়ার পাগল আমি। খুব সুন্দর লিখেন আপু। তবে আজকের লেখায় জল্লাদের চেয়ে ছোবলটি বেশী ভাল লেগেছে আমায়।
ভালো থাকবেন আপু।
বন্যা লিপি
এমনিতেই আপনার লেখা পড়ার পাগল আমি”
এই লাইনটাই আমার জন্য মেডেল পাওয়ার মতো পাখি ভাই। কেউ যখন বলে “আপনার লেখা আমার ভালো লাগে ” তখন মনে হঢ সত্যি আরো ভালো কিছু লিখি।বেড়ে যায় লেখার আগ্রহ। আপনার প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা অনিঃশেষ। ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
আমি অনুভূতিগুলোকে কবিতা ও গুচ্ছানুভূতিগুলোকে অনুকবিতাগুচ্ছ বলব।
বন্যা লিপি
আপনার বলার স্বাধীনতায় আমার স্বৈরাচারী খড়গ উঠাবো না। আপনি যেভাবে ভাবতে পছন্দ করেন, তাতেই সার্থক আমার অনুভূতির প্রকাশ।
অনেক কৃতজ্ঞ।
শুভেচ্ছা জানবেন।