
অনেক লোকই অন্যকে দেয়
পশু বলে গালি,
ক্যামনে তাদের বলি,
নয় কি তোরা মদক বেচা
ঠগ সে কদম আলী?
কয়টা পশু পশুর পথে
চুপটি পাতে ফাঁদ,
বলতো সোনার চাঁদ?
কোন পশু তার বক্ষে রাখে
চৌদ্দ আনা খাদ?
বেশ ক’ পশুর হিংস্র স্বভাব
সে তো সবার জানা।
বল কে কে তার কানা?
গ্রাস করে যে লোভ লালসায়
আপন জাতির ছানা?
এখন বসে এই ক’টা বাক
হৃদের কলে ভান!
ফেললি লুডোর দান!
ভাবলি না ওই গাল দিলে তোর
কোথায় লুকায় মান??
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর হয়েছে ছড়াখানি কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সুন্দর প্রকাশ বোরহান ভাই। আমাদের ভান বন্দ হলে অনেক ভন্ডামি ও কলুষিতা কমে যেত।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো ও সুস্থ থাকুন সতত।
রোকসানা খন্দকার রুকু
ঠিক বলেছেন, আমরা না জেনেশুনেই গালি দেই। এটা ঠিক নয়। শুভ কামনা অশেষ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সুন্দর ছন্দময় প্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।