
===============================
একটা গান লেখে দাও কবি !
লিখছো গান- যে গানে থাকবে না শুধু
কবিতার ঠোঁট মুখে ছল ছল হাসি-
তবুও আঁকছে কেনো বেদনা বিধুর ছবি।
মমতার মায়া- বাংলা মায়ের ছায়া
বাবা মেয়ের প্রকৃতির যতসব কায়া-
ছেলে হারা রোদ বৃষ্টি বিকালের কাঁন্না
সৌহার্দ্য পূর্ণ- গান হোক না কবি;
বনোহাঁস সাঁতার কাঁটে যেনো
স্বচ্ছ জলে- সব পাখি ফিরে নীড়ে
মেঠো পথের বাঁকে উন্নয়ত শিকরে
সোনালি ফসল থাকে জানি কৃষানীর ঘরে
এমন একটা গান লিখে দাও না কবি ;
যে গানে থাকবে না মিথ্যা ছলনার
ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-
বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই
ঐ মাটির বুকে ঘুমিয়ে আছে উত্তর শরিক
অনুভবে জাগায় এমন গান লিখে দাও কবি।
১২ শ্রাবণ ১৪২৬, ২৭ জুলাই ২০
——————————
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এমন গান সব কবিরাই লিখুক যে গানে থাকবে সৌন্দর্য, প্রকৃতি আর ভালোবাসাবাসি সবার প্রতি সবার। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য করেছেন অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন———
নিতাই বাবু
এমন একটা গান লিখতেই হবে, কবি। যেই গানের সুরে ভেসে উঠবে আমার বাংলা মায়ের ছবি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করেছেন অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
আমি আজ বড়ই অসহায়। আমার কবিতার গায়ে নেই কোন জামা
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা
তাই তো কবি কে বলছি এক গান লিখ
সুন্দর মন্তব্য করেছেন অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন———
সুপায়ন বড়ুয়া
এমন গানই চাই
যে গানে থাকবে জীবনের আরাধনা
ও পরিপূর্নতা পাই।
ভাল লাগলো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
এরকম গান ত সবাই চাই কিন্তু কবি ত লেখছে না
সুন্দর মন্তব্য করেছেন অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন———
তৌহিদ
জীবনমুখী এমন গানের প্রত্যাশা সকলেরই। ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তেীহিদ দা
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ এবং ভারী চমৎকার লেখা — “যে গানে থাকবে না মিথ্যা ছলনার
ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-
বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই
ঐ মাটির বুকে ঘুমিয়ে আছে উত্তর শরিক
অনুভবে জাগায় এমন গান লিখে দাও কবি”।
ভালো থাকবেন ভাই। শুভ কামনা অফুরান।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ এবং ভালো থাকবেন ভাই।
আরজু মুক্তা
সুন্দর হোক সবকিছু। এমনি প্রত্যাশা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———