গল্পটা রাজকন্যার

সুরাইয়া নার্গিস ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৪:৪৩:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

“আব্বু আম্মুর সাথে এই খুনশুটি গুলো সারাজীবন অটুট থাকুক 🙈🙊🙉.

আজ দুপুরে বার্থরুমে গোসলে ঢুকলাম চোখ পড়লে জোঁক ওরে আল্লা কি করি,, দৌড়ে গিয়ে আম্মুকে জিজ্ঞাস করলাম জোঁক মারতে চিনি না লবন দিতে হয় আব্বু বললেন লবন।আমি তাড়াতাড়ি লবনের পেকেট নিয়ে আসলাম তারপর পাহাড়ের মতো উঁচু করে জোকটাকে লবন দিয়ে ঢেকে ফেললাম। তারপর গর্বে বুকটা ফেটে যাচ্ছিল আমি জোঁক মেরে ফেলছি তাৎক্ষনিক আব্বুকে খবর দিলাম আব্বু তো অবাক আমি জোঁক মেরেছি তিনি খুশিতে আত্নহারা আম্মু, আব্বু দুজনেই আসলেন আম্মু জোঁকের পাশে লবনের পেকেট দেখে চিৎকার করে বললেন একটা জোঁক মারতে এক কেজি লবন লাগে..? 👹

আমি ভয়ে চুপ আব্বু আম্মুকে ধমক দিয়ে বললেন জীবনে তো একটা মশাও মারতে পারলে না বরং আরশোলার ভয়ে দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমাতে আর আমার মেয়ে জোঁর মেরে ফেলছে বরং গর্ব করো মেয়েটা তোমারও 😆

আমি এবার শাহস নিয়ে বললাম আম্মু জোঁকটা কোন ভাবে পাইব দিয়ে বার্থরুমে চলে আসছে যদি আমাদের রুমে চলে যেত কে জানে কাকে কাঁমড় দিত এবারও আম্মুও কিছুটা ভয় পেলেন।তাড়াতাড়ি পাশের রুম থেকে বেলচা এনে লবন সরিয়ে জোঁকটাকে বেলচায় তুলবেন অমনি আম্মু হা হা হা হা করে হাসতে শুরু করলেন আমি, আব্বু অবাক আমাদের হাসি শেষ আম্মুর হাসি শুরু। ব্যাপারটা দেখার জন্য আব্বু চোখে চশমা দিয়ে একবার জোঁকের দিকে আরেকবার আমার দিকে তাকালেন কিছু বুঝতে পারছিলাম না ঘটনা কি, 😞

এবার আম্মু হাসি থামিয়ে বললেন মহারাজ আপনার রাজকন্যা জোঁক না কেঁচো মেরেছে 😂😂😂

আপনার গর্ব দেখে আমি ভাবছিলাম আলিফ বাঘ মেরেছে 😜😜😜

আব্বু লজ্জিত হয়ে বললেন যাই হোক আমার আলিফ পিঁপড়ে মারতে ভয় পায় সে যে একটা কেঁচো মারতে পেরেছে আমি তাতেই খুশি 😍

আমি ভয়ে ভয়ে বললাম আম্মু কেঁচোটা পরিষ্কার করো আমার গোসলের দেরি হয়ে যাচ্ছে।

আম্মু হাসতে হাসতে বললো তোমরা বাবা মেয়ে  তো খুব সাহসি যাও কেঁচোটা কে বাইরে ফেলে এসো আব্বু চুপচাপ রুমে চলে গেল আমি নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম 🙈🙊🙉

আম্মু কেঁচো সহ বেলচা লবন নিয়ে চলে গেল আড় চোখে আমার দিকে তাকিয়ে বললো রাজকন্যারা বাঘ শিকার করে, কেঁচো না 😷

আম্মু সব রাজকন্যারা হিংস্র হয় না কিছু রাজকন্যা মায়াবতীও হয় বলেই বার্থরুমের দরজা বন্ধ করে দিলাম 😂😂

তারপর বাকিটা ইতিহাস।

“আলিফ

১০৬০জন ৯৬৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ