
ঝিরি ঝিরি ঝর্ণার
টুপটাপ আওয়াজ,
পাহাড়ি চটুল নদীর
এঁকে বেঁকে যাওয়া।
মোহনা যেথায়
সাজানো আছে এক রথ।
একদিন বিকেলে গোধূলি বেলায়
তুমি আমি মুখোমুখি
ঘাসের বিছানায়।
টোল পরা গালে
জমে যদি অভিমান।
কথারা নির্জনে
যাক ফুরিয়ে নিমিষে।
এসো তবে হাত মিলাই।
মৌমাছির গুঞ্জনে
প্রজাপতির পাখায়
সংবাদ চারিদিকে–
পাখিরা হারায় পথ
খোলা জানালায়।
১৭টি মন্তব্য
পপি তালুকদার
বাহ্ সুন্দর গান।সুর সমেত কানে শুনতে পেলে দারুণ হতো।
শুভেচ্ছা রইলো নিরন্তর।
আরজু মুক্তা
শুভ কামনা আপু।
মোঃ মজিবর রহমান
বিশাল অনুভুতির গভীরতা থেকেই শব্দেরা মনের কথাগুলো বলেছে
তাই লিখা ছড়িয়ে রঙ্গিন চাদরে আঁকা ভালো লাগা গুঞ্জনে মেতেছে।
আরজু মুক্তা
ওয়াও। দারুণ ছন্দে ছন্দে কমেন্ট। ভালো লাগলো।
শুভ কামনা
মোঃ মজিবর রহমান
সবাই প্রতি রইল রমজানুল মুবারক। শুভকামনা রইল।
হালিমা আক্তার
চমৎকার | কথার সাথে হয় যদি সুরের মূর্ছনা , মনের মোহনায় বেজে উঠে তানপুরা | শুভ কামনা |
আরজু মুক্তা
তানপুরা বাজুক। সুরে ও লয়ে।শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আবেশিত সুধার ধারা।
অতিশয় হৃদয়গ্রাহী নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ সুন্দর গান। আপনি দেহি সব ফারেন!!!!!
আমরা অহন কই যাই।
ভালোবাসা অবিরাম।
আরজু মুক্তা
কই পারি? এখন ও শিখি।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
শিরঃপীড়ার যদি এমন কিছু হয়! হোক-না।
গেয়ে না শোনালে খালি লিরিক দিয়ে কাজ হয় না।
আরজু মুক্তা
দেখা যাক সোনেলা অডিও ভিডিও চালু করলে গাইতে তো দোষ দেখিনা। হে রে গলায় গাওয়াই যায়।
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
বাহ! খুবি চমৎকার হয়েছে। আজ আমরা গান লিখিয়ে আরজু আপুকেও চিনলাম।
লিখুন লিখুন ভবিষ্যতে আপনার লেখা গান কাউকে গাইতে শুনলে ভালোই লাগবে। শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
সেরকম হলে অবশ্য ভালোই হবে।
শুভ কামনা সবসময়
আশরাফুল হক মহিন
চমৎকার একটি সংগীত শুভকামনা
আরজু মুক্তা
ধন্যবাদ।
শুভ কামনা সবসময়