নতুন মোড়ক চাই, ঝকঝকে
নতুন মুদ্রার মতো চকচকে
গ্রন্থকীটের দল কুরে খাচ্ছে সমগ্র
সদম্ভে খাচ্ছে অক্ষর, শব্দ, বাক্যকে।
ঝা চকচকে নতুন মোড়ক চাই –
নতুন স্বপ্নের মতো মিহিকুচি।
বাধাই খুলে ঝরে যাচ্ছে একে একে
বিশ্বাস আর অবিশ্বাসের ভীত –
বাড়ছে বাড়ছে হারানোর টান ;
ওয়ার্মহোল বাড়ছে বুকের ভেতর,
যেইখানে রাখা আছে পাশাপাশি
শয়তান
আর পুজোলোভী ইশ্বর।
৩০টি মন্তব্য
প্রহেলিকা
বাহ বাহ! বেশ কিছুদিন পরই কিন্তু আপনার এমন জ্বলজ্বলে কবিতা পেলাম সাইদ ভাই। হ্যা ঝকঝকে নতুন মোড়ক চাই। দারুন!
সাইদ মিলটন
ঝকঝকে মোড়ক না হলে আর চলছেই না প্রিয় প্রহেলিকা। 🙂
প্রহেলিকা
সবার জন্য এ এখন প্রতীক্ষার হয়ে দাড়িয়েছে প্রিয় সাইদ ভাই আর প্রতিক্ষার কোনো কিছু নাকি সহজে মেলে না, তবে আর যে চলছেই না।
সাইদ মিলটন
অপার অন্ধকার 🙂
শুন্য শুন্যালয়
যতোই নতুন মোড়কে বাঁধুন, ভেতরে থেকে পুরনো গন্ধটা ঠিকই বের হয়ে আসবে।
ফিরে এলো সাইদ ভাই আন্ডারওয়ার্ল্ড থেকে…
সাইদ মিলটন
…… একদিন বৃষ্টিতে বিকেলে,
দেখা হয়ে যাবে দেখো ঠিক,
ঘুচে যাবে যত আছে অভিযোগ,
মুছে যাবে সিদুরের টিপ!
সেই বিকেলের অপেক্ষায় 🙂 দেখা যাক
স্বপ্ন নীলা
ঝা চকচকে নতুন মোড়ক চাই –
নতুন স্বপ্নের মতো মিহিকুচি।’’———-দারুন শব্দে বাক্য সাজিয়েছেন
ভাললাগা রেখে গেলাম
সাইদ মিলটন
থ্যাঙ্কস স্বপ্ন নীলা 🙂
নীলাঞ্জনা নীলা
এলেন,দ্রুত বললেন প্রাণের কথা,চলে গেলেন সবাইকে ভাবিয়ে।কবিতায় ভালো লাগা -{@
সাইদ মিলটন
আহা , মন্তব্য দেখে প্রাণ জুড়ায়ে গেল 🙂
ধন্যবাদ নীলাঞ্জনা নীলা
খসড়া
সুন কবিতা।্দর
সাইদ মিলটন
খসড়া 😮
মেলাদিন পর , কই থাকেন ? মিস্করি তো
স্বপ্ন
খোলসেই তো আবৃত থাকি আমরা ভাইয়া।নিত্য নতুন খোলসে।
সাইদ মিলটন
মাঝে মাঝে খোলসটাই সত্যি হয়ে যায়, আসল মানুষটাকেও ছাপিয়ে যায় – তক্ষুনি ইচ্ছে করে খোলস পাল্টাতে 🙂
ছাইরাছ হেলাল
মোড়ক নামক আশ্চর্য বটিকায় সব সমস্যার সমাধান হবে বলে
আমাদের মনে হচ্ছেনা।
ঝকানো লেখাটির জন্য ধন্যবাদ দিচ্ছি।
সাইদ মিলটন
খোলসের জীবন কাটায়ে গেলাম হেলাল ভাই 🙂
সমাধান না হোক , আড়ালই সই – এতো কেনর উত্তর দিতে আর ভালোলাগেনা 🙁
বৃষ্টিহত ফাহিম
হুম, সবই খোলস।
“পাশাপাশি
শয়তান
আর পুজোলোভী ইশ্বর।”
সাইদ মিলটন
🙂
নুসরাত মৌরিন
নতুন মোড়কে কি আর পুরোনো ক্ষত শুকাবে?
তবে স্বপ্নের মিহিকুচি হয়ত সব বিশ্বাস আর অবিশ্বাসের টানাপোড়েন মুছে দেবে,ভরসা এটাই!!
কবিতা ভাল্লাগলো অনেক…। 🙂
সাইদ মিলটন
টানা আর পোড়েনের মিলিত ফসল – জামদানি থেকে জিন্স সব বুনে যায় অবলীলায় আর সামান্য একটা জীবন বুনতে পারবেনা তাইকি হয় নুসরাত ? অসংখ্য ধন্যবাদ 🙂
বনলতা সেন
শুধু মোড়ক পাল্টিয়ে পার পাবেন বলে মনে হয় না।
সাইদ মিলটন
হাহাহাহা
আমি ছেড়ে যেতে চাই –
কবিতা ছারেনা, বলে কি নাগর
ছেড়েই যদি যাবে কেন বেধেছিলে উদ্বাস্ত ঘর ?
জিসান শা ইকরাম
সাপের লাহান খোলস পাল্টামু সবাই 🙂
ভালো লাগছে
সাইদ মিলটন
হ্যাকা , আম্নে কোন দুক্কে পাল্টাইবেন 🙁
খেয়ালী মেয়ে
যা হারিয়ে যাবার তা হারিয়েই যাবে-যে বিশ্বাস ঠুনকো তা ভেঙেই যাবে–মোড়ক দিয়ে আর কি হবে?..
সাইদ মিলটন
🙂 🙂
ব্লগার সজীব
আমিও নতুন মোড়ক চাই :p
সাইদ মিলটন
কোন দুঃখে ;?
শাহানা আফরিন স্বর্ণা
অসাধারণ !!!!
আমায় শিস্য করে নিন -{@
সাইদ মিলটন
খাইছে 😮