খুব মনে পড়ে!

বোরহানুল ইসলাম লিটন ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ০৭:৪০:৫০পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

খুব মনে পড়ে সখী খুব মনে পড়ে
মনে পড়ে ফেলে আসা সু’দিনের স্মৃতি,
শ্যামলা প্রতিটি পদে গড়ে সমাদরে
মনন যা ভেবেছিলো আপনার প্রীতি!

বাসন্তী বাগিচার মাতাল বাতাস
কোকিলের গানে আজও এঁকে যায় ছবি,
শীতের সকাল রেখে ভাঙা বিশ্বাস
কুহেলির আড়ে আনে তোর আশায় রবি!

কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা!

তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

১২৪৩জন ১০৯৫জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ