
খুব মনে পড়ে সখী খুব মনে পড়ে
মনে পড়ে ফেলে আসা সু’দিনের স্মৃতি,
শ্যামলা প্রতিটি পদে গড়ে সমাদরে
মনন যা ভেবেছিলো আপনার প্রীতি!
বাসন্তী বাগিচার মাতাল বাতাস
কোকিলের গানে আজও এঁকে যায় ছবি,
শীতের সকাল রেখে ভাঙা বিশ্বাস
কুহেলির আড়ে আনে তোর আশায় রবি!
কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা!
তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
❝তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!❞
সুন্দর উপমা দিলেন। কিছু বাসনা/আশা মেঘের মতোই। যত্নে গড়া বাসনা গুলোর একসময় পতন ঘটে।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
চমৎকার কবিতা। ভালো লাগলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা”! — চমৎকার আবেগের প্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ আর ভালো থাকবেন ভাইয়া।