
কতদূর যাবি
কত দূরে গেলে আমায় পাবি !
ভিনদেশী পরী
লাল শাড়ি, লাল লিপস্টিক, লাল টিপ
সুন্দর করে সেজে
যদি আসতে পারো তবে আমায় পাবি ।
আর কতদূর যাবি
আমায় পেতে হলে কবিতা জানতে হবে ।
বহু মানুষ আমায় খুঁজে পাইনি
তুমি তো সামান্য একটি মানুষ
কিভাবে আমায় খুঁজবে ?
যতদূর যেতে ইচ্ছে হয় যেতে পারো
কতদূর যাবি কত দূরে গেলে আমায় পাবি
লাল শাড়ি, লাল লিপস্টিক,লাল টিপ
যদি সুন্দর করে সাজতে পারো
তবে আর দূরে নয় আমি খুব কাছাকাছি’ই
আছি ।
পিক: রিফাত চৌধুরী
৬টি মন্তব্য
শামীনুল হক হীরা
বাহঃ কি অপূর্ব লিখেছেন।।ভীষন ভাল লাগল।।
অনন্ত শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
দারুন বলেছেন। মেয়েদের চিরাচরিত সাজ এমনটা হলে সত্যিই অসাধারণ লাগে যেকোনো নারীকে। ভালো থাকুন সাবধানে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
যদিও আমি কম বুঝি তবুও মনে হল যাবি, পাবি আর পারো একটু অমিল না ঠিকই আছে।
তাছাড়া সুন্দর অভিব্যক্তি। শুভ কামনা সবসময়।
আশরাফুল হক মহিন
ধন্যবাদ আপনাকে প্রিয় কবি
ফেসবুকে আপনাকে রিকোয়েস্ট দিয়েছি
এবং একটা মেসেজ করেছি নিশ্চয়ই দেখে নিবেন ।
হালিমা আক্তার
একেই বলে প্রেম | সুন্দর লিখেছেন | শুভ কামনা |
আরজু মুক্তা
দারুণ কবিতা। ভালো লাগলো