খুব কাছাকাছি

আশরাফুল হক মহিন ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:০৮:২৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

কতদূর যাবি
কত দূরে গেলে আমায় পাবি !

ভিনদেশী পরী
লাল শাড়ি, লাল লিপস্টিক, লাল টিপ
সুন্দর করে সেজে
যদি আসতে পারো তবে আমায় পাবি ।

আর কতদূর যাবি
আমায় পেতে হলে কবিতা জানতে হবে ।

বহু মানুষ আমায় খুঁজে পাইনি
তুমি তো সামান্য একটি মানুষ
কিভাবে আমায় খুঁজবে ?

যতদূর যেতে ইচ্ছে হয় যেতে পারো
কতদূর যাবি কত দূরে গেলে আমায় পাবি

লাল শাড়ি, লাল লিপস্টিক,লাল টিপ
যদি সুন্দর করে সাজতে পারো
তবে আর দূরে নয় আমি খুব কাছাকাছি’ই
আছি ।

 

পিক: রিফাত চৌধুরী

৮৬৩জন ৮১৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ