
কুট কুট কুট পিঁপড়া কাটে,
পিঁপড়ার নাই ভয়।
কাটুস কুটুস কাটুস কুটুস,
সদা ব্যস্ত রয়।
গুণ গুণা গুন অলি ওড়ে,
গায় যে সুখের গান।
উত্তর পাড়ার বৌ,ঝিরা ধরে
ঢেঁকি পাড়ানি গান।
ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে,
এদিক ওদিক চায়।
ছোট্ট খুকু চড়ুইছানার,
পেছন পানে ধায়।
চলতে পথে ছোট্টখুকু
হোঁচট খেয়ে পড়ে।
পতন রোধে ভুল করে খুকু
খেজুর পাতা ধরে।
উফ মাগো মরে গেলাম
কি বিঁধলো হায়।
বিষম এক লম্বা কাটা,
খুকুর ফোটে পায়।
কিসের কাটা কিসের কাটা,
এযে খেজুর কাটা।
বিষম তার জ্বলুনি,
পা হলো আকাটা।
বদ্যি এলো ওঝা এলো,
নামলো না তো বিষ।
বিষম ব্যথায় খুকু কাঁদে,
কষ্ট অহর্নিশ।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাইয়া। ভালো লাগলো খুব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভ কামনা রইলো
ইসিয়াক
আপনি ও ভালো থাকবেন দিদিভাই শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
সুন্দর ছড়া, বাচ্চারা অতোটা সাবধানী হতে পারেন বলে এমন কিছু সমস্যা প্রায়ই হয়।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে অনুপ্রণিত হলাম কামাল ভাই।
সুপায়ন বড়ুয়া
খুকু কষ্ট দেখে খারাপ লাগছে
ভাল লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন ।সুষ্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
ফয়জুল মহী
চমৎকার
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া্
জিসান শা ইকরাম
ছন্দের কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ভাইয়া
ভালো থাকুন সবসময় ।
সুরাইয়া নার্গিস
অসাধারন লেখা, কবিতার প্রতিটা চরণ অনেক গুছিয়ে লেখা।
শুভ কামনা রইল
ইসিয়াক
ভালো থাকুন আপু্
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
নৃ মাসুদ রানা
সত্যি! ছড়া পড়তে সবসময়ই ভালো লাগে..
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
এস.জেড বাবু
চলতে পথে ছোট্টখুকু
হোঁচট খেয়ে পড়ে।
পতন রোধে ভুল করে খুকু
খেজুর পাতা ধরে।
খেজুর গাছটা ও ছোটই ছিলো-
চমৎকার লিখেছেন।
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা ভাইয়া।
শুভকামনা্
হালিম নজরুল
ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে,
এদিক ওদিক চায়।
ছোট্ট খুকু চড়ুইছানার,
পেছন পানে ধায়।
——–বাহ
সুরাইয়া পারভীন
চমৎকার ছড়া
দারুণ লেগেছে