খবর নিও

কামরুল ইসলাম ২১ ডিসেম্বর ২০২০, সোমবার, ০৮:৫৯:৫৩অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

কোন এক দিন বলেছিলে

খবর নিও,  বেলা অবেলা

সেদিন থেকেই বেড়ে গেছে

বুকের বাম পাশে জ্বালা ।

এখন যখন সন্ধ্যা নামে

পৃথিবীর বুকে,  আরতি লগনে

শূণ্যতায় ভরে উঠে বুক

কৃষ্ণ গহ্ববরে তুমি বিহনে ।

রাত্রি যখন গভীর নামে

জোনাকীরা জ্বালে আলো

তুমি হীন একলা প্রহর

কেমনে কাটাই ভালো ??

ভোরে আলো জানালার ফাঁকে

মেরে যায় যখন উকি

রেশমী চুড়ির ধ্বনিতে ভাঙে না ঘুম

জীবনের সুখটুকু থাকে বাকী ।

একটু না হয় ব্যস্তত ই থাকি

তাও তো নিতে চাই খবর

মান অভিমানের হিসাব কষে

তাই বলে কি দিবে কবর  ??

 

রচনা কাল ঃ ২১/১২/২০২০

ঢাকা

৮৫৭জন ৭৮৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ