
কোন এক দিন বলেছিলে
খবর নিও, বেলা অবেলা
সেদিন থেকেই বেড়ে গেছে
বুকের বাম পাশে জ্বালা ।
এখন যখন সন্ধ্যা নামে
পৃথিবীর বুকে, আরতি লগনে
শূণ্যতায় ভরে উঠে বুক
কৃষ্ণ গহ্ববরে তুমি বিহনে ।
রাত্রি যখন গভীর নামে
জোনাকীরা জ্বালে আলো
তুমি হীন একলা প্রহর
কেমনে কাটাই ভালো ??
ভোরে আলো জানালার ফাঁকে
মেরে যায় যখন উকি
রেশমী চুড়ির ধ্বনিতে ভাঙে না ঘুম
জীবনের সুখটুকু থাকে বাকী ।
একটু না হয় ব্যস্তত ই থাকি
তাও তো নিতে চাই খবর
মান অভিমানের হিসাব কষে
তাই বলে কি দিবে কবর ??
রচনা কাল ঃ ২১/১২/২০২০
ঢাকা
১০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
কোন একদিন ডাকবে, রেশমি চুড়ির শব্দে ঘুমও ভাঙ্গবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আরকি?
শুভ কামনা রইলো ভাইয়া।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
ফয়জুল মহী
সহজ সরল, অসাধারণ শব্দ চয়ন।
ভালো লাগলো ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবে অনন্য নিবেদন।
বেশ চিত্তছোঁয়া কাব্যসুধা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা একরাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
আরজু মুক্তা
খবর হোক আকাশ বাতাস জুড়ে।
শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
ইসিয়াক
কাব্যে ভালো লাগা । শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা