
ক্লাস
জীবন একটা ক্লাস রুম, আর
সময় হলো একজন টিচার,
জীবন তো সব কিছু দেখায়,
সত্য মিথ্যে,বাস্তব অবাস্তব
শুধু সময় পরিবর্তন করে মানব চিত্র!
শুধু বদলে যাওয়া জীবনে…..সময়ই
জ্ঞানের আলো হয়ে দাঁড়ায়,
বদলে দেয় জীবন চিত্র….
যেমন টা শৈশব কেটেছিলো ক্লাস রুমে
আর শিক্ষা দিয়েছিলো সময়।
আজ সেই শিক্ষা জ্ঞান
সময় উপযোগী হয়ে আস্হা জাগায়,
দেখিয়ে দেয় সত্য পথ,।
জীবন্ত রথে এই ক্লাসই ছিলো মোহত!
ধন্যবাদ,, ভুল হলে ক্ষমা করবেন।
১৪টি মন্তব্য
সুরাইয়া পারভিন
সুন্দর বলেছেন
সময়ই সবচেয়ে বড় শিক্ষক
তাই সময় থাকতে থাকতেই সাধন করা উচিত
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।
নৃ মাসুদ রানা
সময় কামড়াতে দিতে ইচ্ছে করে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দাদা।
জিসান শা ইকরাম
জীবন সবচেয়ে বড় এবং কার্যকরী ক্লাস,
সময় হচ্ছে শিক্ষক।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন শ্রদ্ধে ভাইজানা অসংখ্য ধন্যবাদ আপনাকে , শুভকামনা 🌹🌹
এস.জেড বাবু
সময় সবচেয়ে বড় শিক্ষক-
সময় থাকতে বুঝতে পারে যারা, তারা সময়টা কাজে লাগায় ।
সুন্দর পোষ্ট ভাইজান ❤️
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
ছাইরাছ হেলাল
সত্য খুঁজতে হলে শিক্ষাই একমাত্র সঙ্গী।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দাদা, ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
মনির হোসেন মমি
হুম সময়ই বলে দেয়
জীবন কখন কি অবস্থায় থাকবে।
ভাল উপলব্দি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাইজান দাদা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
তৌহিদ
সময়ই সবচেয়ে বড় শিক্ষক। সময়কে অবহেলা করলে আদতে আমাদেরই ক্ষতি। দারুণ লিখেছেন ভাই।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে ভাইজা।