জ্বরের ঘোরে, কিংবা কষ্ট পেলে সেই ছোট্টবেলা থেকেই মা-গো বলে ডেকে উঠা আমার স্বভাব। হাজার হাজার মাইল দূরের এই বিদেশ বিভূঁইয়ে আমি যখন অসুস্থ হই, মা-গো বলে ডেকে উঠি, কোন এক দুর্বোধ্য কারনে মানচিত্রের অন্যপ্রান্তে ছোট্ট এক মফঃস্বল শহরে আমার জন্ম, বেড়ে উঠার সেই বাড়িটিতে বসে আমার মা সেই ডাক শুনতে পেতেন। ফোন করলেই মলিন, চিন্তিত কণ্ঠে বলতেন, “তুই রাতভর মাগো মাগো করসিলি, আমি তো শুনতে পেলাম “।
মায়েদের এই অদ্ভুত ক্ষমতার কোন ব্যাখ্যা আমার জানা নেই।
এখনো জ্বরের ঘোরে, কিংবা কষ্ট পেলে মা-গো বলে ডেকে উঠি মনের অজান্তেই। কিন্তু কেউ বুকভরা আকুলতা নিয়ে বিষণ্ণ কণ্ঠে ফোনের অন্যপ্রান্ত থেকে বলে উঠে না__” তুই রাতভর মাগো মাগো করসিলি, আমি তো শুনতে পেলাম রে” ।
আমাদের মা-মেয়ে’র মাঝখানে আগে ছিল আটলান্টিক মহাসাগর। আর এখন, দুর্ভেদ্য এক সীমানা-প্রাচীর। এখনো নিশ্চয়ই ” মা, মাগো” ডাক শুনতে পায় !
আজ আমার মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
আমি কোনদিন কিছু চাইনি কারো কাছে। আজ আমার মায়ের জন্য দোয়া চাই “সোনেলা” পরিবারের সকলের কাছে। একটু দোয়া করবেন, প্লিজ … 🙁
২২টি মন্তব্য
ইনজা
আল্লাহ্ মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।
রিমি রুম্মান
আল্লাহ্ আমার মা সহ পৃথিবীর সকলের মাকে ভাল রাখুক এই জগত কিংবা ওই জগতে। আমীন।
জিসান শা ইকরাম
আপনার মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি,
আল্লাহ্ আপনার মাকে জান্নাতে স্থান দিক…… আমীন
মায়েরা কিভাবে ডাক শোনেন এর কোন ব্যাখ্যা নেই।
রিমি রুম্মান
আমীন…
লীলাবতী
আপু আপনার ডাক আপনার আম্মু ঠিকই শুনতে পান। আল্লাহ্ আপনার আম্মুকে সর্বোত্তম বেহেশত দান করুক- আমীন।অন্তরের অন্তস্থল হতেই দোয়া করছি আপু।
রিমি রুম্মান
আমীন…
স্বপ্ন
সোনেলা পরিবারের কাছে চাইতে হবে কেনো? আপনি আমরা সবাই একই পরিবারের। আপনার লেখা পড়ে আমি আমার নিজ পরিবারের সবার প্রতি যত্নশীল হয়েছি। আশেপাশের সমস্ত সম্পর্ক, মানুষদের ভিন্ন ভাবে দেখছি।
আল্লাহ আপনার মা কে বেহেশত দান করুন।
রিমি রুম্মান
সোনেলা আমার আপন ঠিকানা। তাই ঘুরে ফিরে এখানেই আসি।এখানেই চাই।
ভাল থাকুন, অনেক ভাল।
ব্লগার সজীব
মা কিভাবে সন্তানের ডাক জানতে পারেন,তা এক রহস্য। আপনার মা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। দোয়া করি আপনার মা যেন জান্নাত বাসিনী হন।
রিমি রুম্মান
আমীন…
নীলাঞ্জনা নীলা
মায়ের আত্মা মঙ্গল লাভ করুক। প্রণাম মাকে।
রিমি রুম্মান
তোমার বাবা-মা’র জন্যও প্রার্থনা…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফেবুকেই পড়েছিলাম,সন্তানের কোন বিপদে পিতা মাতা বিশেষ করে মা আগে জানেন এর সত্যতা আমি অনেক ঘটনাই পেয়েছি।আপনার মা সহ পরপারে জগতের সকল মায়েরা ভাল থাকুক এই কামনা করছি -{@
রিমি রুম্মান
মায়েদের এই অসীম ক্ষমতা ব্যাখ্যাতিত …
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফেবুকেই পড়েছিলাম,সন্তানের কোন বিপদে পিতা মাতা বিশেষ করে মা আগে জানেন এর সত্যতা আমি অনেক ঘটনাই পেয়েছি।আপনার মা সহ পরপারে জগতের সকল মায়েরা ভাল থাকুক এই কামনা করছি।
রিমি রুম্মান
ভাল থাকুক সকলের বাবা-মা। আমীন…
মৌনতা রিতু
সত্যি রিমি আপু মায়েরা শুনতে পায়। মা আমাকেও ফোনে বলে,” তুমি ঠিক আছ তো ? গতকাল রাতে মনটা আমার কেমন ছটফট করছিল, তোমার মুখটা ভাসছিল” সত্যি তখন হয়ত আমি অসুস্থ হইছিলাম, বা মাকে খুবই মনে করতেছিলাম।
তোমার মা, আবশ্যই ভাল থাকবেন। ইনশাল্লাহ্। আমরা জীবনে পূণ্য অবশ্যই করেছি আল্লাহর দরবারে। তাই জানি আল্লাহ মায়েদের ভাল রাখবেন।
রিমি রুম্মান
আমি প্রতি ওয়াক্ত নামাজে দু’হাত তুলে দোআ করি। শুনেছি সন্তানের দোআ আল্লাহ্ কবুল করেন।
ভাল থাকুক সকলের বাবা-মা।
ব্লগ সঞ্চালক
সোনেলা ব্লগের সমস্ত পরিচালক, মডারেটর, ডেভলপার এর পক্ষ হতে আপনার মা এর প্রতি শ্রদ্ধাঞ্জলি। আপনাকে দেখেই বুঝা যায় আপনার মা এর মাঝে কি পরিমান মায়া ছিল। আল্লাহ্ আপনার মা কে বেহেশত নসীব করুক।
রিমি রুম্মান
সকলের দোয়ায় ওপাড়ে আমার মা ভাল থাকুক।
আল্লাহ্ আমার বাবা-মা কে বেহেস্তের সর্বোচ্চ সন্মানিত স্থানে অধিষ্ঠিত করুক। আমীন…
আবু খায়ের আনিছ
আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুন। আমিন
রিমি রুম্মান
আমীন…