মাগো তুমি কি বলতে পারো
করোনা যাবে কবে
মুক্ত ভাবে মানুষ দেশে
নানান বেশে রবে।
শহর খানি ফাঁকা জায়গা
নেই কোথায় কেউ
মাগো আবার আসবে বলে
করোনা দুই ঢেউ।
নেইতো কারো মা মুখে হাসি
সদা মলিন মুখ,
সবার ঘরে নেই অন্ন
পাবে কি তারা সুখ।
হতাশা নিয়ে জীবন চলা
যায় কিরে মা কভু
লক ডাউন দিয়ে শাসন
রোধ করেছে তবু।
মানবতা রে সকল থেকে
গেছে কবে মা চলে,
ছেলেমেয়েরা মাতা পিতাকে
ফেলে নানান ছলে।
রচনাকালঃ
০৩/০৭/২০২১
৫+৫/৫+২
————————————–
মা পরম ধন
জাহাঙ্গীর আলম অপূর্ব
মাগো আমার জান্নাত
হলে তুমি সবার সেরা,
মায়া জালে তোমার
মনটা থাকে সদা ঘেরা।
তোমার স্নেহের সাথে
নেই তুলনা কারো কভু
মাকে আমরা সবাই
বাসবো ভালো পণ যে তবু।
তোমার পরশ পেয়ে
ধন্য আমি মাগো ভবে
তুমি খুশি থাকলে
সহজে স্বর্গ মিলবে তবে।
সুখে দুখে সদা
থেকো মাগো পাশে পাশে,
বলো পৃথিবীতে
কারো দায়ে কে’যে আসে।
জীবন সংগ্রামে যে
মাগো একলা লড়তে হবে,
তুমি পাশে থাকলে
যাবে কেটে বাঁধা সবে।
রচনাকালঃ
০১/০৭/২০২১
২+৪+৪+৪
৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
করুন বাস্তবতার প্রকাশ — “মানবতা রে সকল থেকে
গেছে কবে মা চলে,
ছেলেমেয়েরা মাতা পিতাকে
ফেলে নানান ছলে”।
২/ মা পাশে থাকলে কোনো সবকিছুই সহজ হয়ে যায় — তুমি পাশে থাকলে
যাবে কেটে বাঁধা সবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইল ভাইয়া।
মনির হোসেন মমি
দুটৌ কবিতাই সুন্দর বক্তব্য নির্ভর।
মা এবং করোনা
চমৎকার উপস্থাপনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।
হালিমা আক্তার
করোনা একদিন পৃথিবী থেকে বিদায় নেবে। রেখে যাবে কিছুটা ক্ষতচিহ্ন। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ঠিক বলেছেন প্রিয়।।।
শুভকামনা রইল সতত।।।।।।