আকাশে চাঁদ পুর্নরুপে হাসে
কখনও প্রেমিকার মত
কখনও আধভাজা রুটির মত
কেউ লাস্যময়ি তরুণীর কথা
ভেবে চোখরে পাতা ফ্রিজ করে
কেউ হয় সুকান্তের অনুসারি

বৃষ্টিও আগের মতই ঝরে
কখনও চোখের জলের মত
কখনও শহুরে বৃষ্টি
শাওয়ারের মত ।
কোন ব্যার্থ কবি লেখে
বর্ষার কবিতা
কেউ চোখের জলের মত
মোছার চেষ্টা করে অঝরে
ঝরা বৃষ্টিকে ।

সকালে এখনও আমি ঘুম থেকে উঠি কখনও বাপের ঝাড়ি খেয়ে কখনও টিউশনি তে যাওয়ার তাড়া নিয়ে ,কিন্তু মনে হয় না কেউ একজন অপেক্ষায় আছে আমার ফোনের । রাতে এখনও আমার ঘুমাতে দেরি হয় । কেউ বলে না ঘুমাতে জাও,শুয়ে পড় শরীর খারাপ করবে।

(কারো ফোনের অপেক্ষায় এখন আর আমার দিন রাত কাটে না )

৮৩৯জন ৮৩৯জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ