কি ভেবেছো আর চিঠি লিখবো না?
এখোনোযে অনেক কথা বাকী!
তোমার চুলের ঘ্রাণ
ঝলমলে হাসি
হাস্নাহেনার সুবাসের মতো তোমার প্রাণ ছেয়া আবেস আর,
আর তেমার কপালে যে লিখে দিতে চেয়েছি প্রম,
তা নাবলে আমি থাকি কিকরে বলো!
তাই বলছি ভেবনা,
ক্লান্তির দুপুর গরিয়ে পরলেই বসবোএকটু শান্ত মনে লিখবো,
লিখবো কি ভেবে, কিভাবে তেমায় ভেবে ভেবে আমার দিনের হয় অন্ত!
একটি মন্তব্য
হালিমা আক্তার
দারুন। কিছু একটা ভেবে লেখা শুরু করুন। শুভ রাত্রি।