কি ভেবেছো আর চিঠি লিখবো না?
এখোনোযে অনেক কথা বাকী!
তোমার চুলের ঘ্রাণ
ঝলমলে হাসি
হাস্নাহেনার সুবাসের মতো তোমার প্রাণ ছেয়া আবেস আর,
আর তেমার কপালে যে লিখে দিতে চেয়েছি প্রম,
তা নাবলে আমি থাকি কিকরে বলো!
তাই বলছি ভেবনা,
ক্লান্তির দুপুর গরিয়ে পরলেই বসবোএকটু শান্ত মনে লিখবো,
লিখবো কি ভেবে, কিভাবে তেমায় ভেবে ভেবে আমার দিনের হয় অন্ত!
৩টি মন্তব্য
হালিমা আক্তার
দারুন। কিছু একটা ভেবে লেখা শুরু করুন। শুভ রাত্রি।
নার্গিস রশিদ
সুন্দর প্রকাশ ।
নিতাই বাবু
“কী ভেবেছে” কবিতাটি প্রশ্নাত্মক শিরোনামের মাধ্যমে পাঠককে ভাবনার জগতে টেনে নিয়ে যায়। এতে এক ধরনের দ্বন্দ্ব, অনুসন্ধান ও আত্মসমালোচনার সুর প্রকাশ পায়। কবি যেন কাউকে বা নিজেকেই জিজ্ঞেস করছেন—কী ভেবেছিলে? এই প্রশ্নেই লুকিয়ে আছে ব্যথা, বিস্ময়, অথবা প্রত্যাখ্যানের এক গভীর অনুভব। কবিতাটি সংক্ষিপ্ত হলেও তা পাঠকের মনে দীর্ঘ প্রতিধ্বনি তোলে।