কথা ছিল; হ্যাঁ কথা ছিল
তোমার প্রতিটি ভোর আমার হবে!
কথা ছিল সূর্য ওঠা প্রভাতে,
সূর্যের সোনালী রশ্মি হয়ে-
পূর্ব জানালার কার্নিশ বেয়ে,
প্রবেশ করবো তোমার ঘরে।
অধরে অধর ছুঁয়ে…
ঘুম ভাঙ্গাবো রোজ সকালে!

কিছু কথা হয়তো কখনোই-
কথা হয়ে উঠে না,পূর্ণতা পায় না
কিছু কথা অ-কথা হয়ে থেকে যায় জীবনে!
বুঝে নিয়েছি আমাদের কথাটাও ঠিক তেমনই।
তবে কথাটা যেমনই হোক গল্পটা কিন্তু একই
রোজ নিয়ম করে ভোর হচ্ছে,
সূর্য উঠছে পূর্বাকাশে
সূর্যের সোনালী রশ্মি প্রবেশ করছে ঘরে,
ঘুম ভাঙ্গাচ্ছে কপাল চোখ ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে!

৬৬৩জন ৫২৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ