কোন জেলায় উনসত্তুরের জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ জিততে পারেনি?
কোন জেলায় জামাত শিবির সবচে বেশি মানুষ খুন করেছে?
কোন জেলায় হেফাজতে ইসলাম পয়দা হয়েছে?
কোন জেলায় গন জাগরন মন্চের সংগঠকরা নিরাপত্তার অভাবে সমাবেশ করতে পারেনি?
কোন জেলায় সাঈদীর ওয়াজের বাজার সবচে বেশী?
কোন জেলায় মেশিনম্যানকে চাঁদে দেখা গিয়েছিল?
কোন জেলায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানো হয়েছিল?
কোন জেলায় ছেলেরা মেয়েদের চেয়ে বেশী ধর্ষিত হয়?
কোন জেলায় আজও পাকিস্তানের পতাকা ওড়ানো হয়?
কোন জেলায় জামাত – বিএনপির সবচে বেশী ভোট?
উত্তর আপনারাই খুঁজে নিন। আমি শুধু কথাগুলো বলার জন্য চট্টগ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
Collected from:- facebook
৫টি মন্তব্য
আহসান আদনান
এর কারন হতে পারে কি কি?
জিসান শা ইকরাম
কিছ অঞ্চলে এমন হতেই পারে । যেমন রংপুরে এরশাদের কারনে জাতীয় পার্টির ভোট বেশি।
শাদমান সাকিব
আপ্নে লুক ভালু না …………………………
বনলতা সেন
আমরা তো চট্রলাকে বীরের চট্টলা বলি । বীরদের এই অবস্থা ?
যাযাবর
জানতাম না । অবাক হলাম ।