কালোই মহামূল্যবান

মোহাম্মদ দিদার ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০১:১৫:৫৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

কিন্তু আমিতো কালো
বলেছিলে তুমি।
ওগো, আমি শুনেছি কালোই জগতের আলো!
কালো রাতের আধার কালো
তাহারে কেবা না বাসে ভালো
মূল্যহীনতো দিনের আলো
নাইবা মিললে আধার কালো
রাতের আধার নাইবা পেলে
তারার আলো কোথায় মেলে!!

কালো কেশের খোপায় বসে
রক্ত জাবা মিষ্টি হাসে।
প্রিয়ার কালো চোখের তারায়
রঙ্গিন কতো সপ্ন ভাসে।
এলে কালো মেঘ আকাশে
শুষ্ক মরু সুখে হাসে।
কালো কালো সবার মুখে
কালোরেই সবাই ভালোবাসে।

কষ্টিপাথর দেখতে কালো
মিষ্ট সুরের কোকিল কালো
কালো দোয়েল দেখতে ভালো।

ভিষন কালো প্রিয় বেলাল প্রথম দিলো যে আযান।
সচ্ছ কালোয় হোক পূর্ণ ধরা, কালোই মহা মূল্যবান।

৭৭২জন ৭০৩জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ