কালের সাক্ষী

রকিব লিখন ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৫:৪২:০৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

কি দিলে?
কি পেলাম?
হারানোর সুখ
বিসর্জিত চিতা
দগ্ধ জীবন

নিম্ন বিত্তের জীবন
ধস ধরা মাটির ঘর
ফেলানীর লাশ
আর
রানা প্লাজার ধ্বংস স্তুপ

কালের সাক্ষী
অজস্র শোক
অমেয় ঋণ

জাতির বিবেক
টিকটিকর ডাক
শিয়ালের হাক

আরও কিছু ঋণ
বোঝা নিবে কে
জিয়াদের মা

অবোধ জীবন
ভাবে না কিছু
যন্ত্রণায় বিকল।।

০১ জানুয়ারি-২০১৫

৬০৩জন ৬০২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ