
আমি নাকি কালপুরুষ!
অথচ আমার দেহে ভোরের আলোর স্পর্শ নেই;
আকাশে নয়, মাটির উপর নিয়েছি অস্থায়ী বাস।
তবে আমি গান ভালোবাসি,
মনেপ্রাণে নামহীন সুন্দরের প্রত্যাশী আমি।
কালপুরুষের দার্শনিকতার খেই হারিয়েছি সেই কবে!
অধ্যত্ম-উপলব্ধির শেষবিন্দুটি যেখানে বিলীন,
দ্রষ্টার পরিহাসের তরল সুর সন্ধানে-
সেখানে ভোর-রাত্রী মিলেমিশে আজ একাকার।
ভেবেছে কেউ, আমার নিজের কোন আলো কেন নেই?
কালপুরুষ হয়তো হবো একদিন!
সেদিন স্মৃতির আকাশে পরিচিতরা হবে বিস্মৃতপ্রায়।
কারো কল্পনায়, কারো অলীক স্বপ্নে
মন-রহস্যের তীব্রতায়;
যেদিন সাঙ্গ হবে চেনা-মুখের রঙিন মেলা!
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার কবিতা পেলাম। কালপুরুষের মোড়কে আপনি আমাদের তৌহিদ ভাই। আপনি তো আপনি ই কারো মতো হতে হবেনা, যা আছেন সেটাই আমাদের কাছে কালপুরুষ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
কবিতা ঠিক আসেনা আমার দিদিভাই। ঠিকই বলেছেন, আমিতো আমিই। সবার মাঝেই আমি। ভালো থাকুন। ধন্যবাদ জানবেন।
ফয়জুল মহী
অনেক ভাবগম্ভীর লেখা। ।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ।
ইঞ্জা
কালপুরুষ হয়তো হবো একদিন!
সেদিন স্মৃতির আকাশে পরিচিতরা হবে বিস্মৃতপ্রায়।
কারো কল্পনায়, কারো অলীক স্বপ্নে
মন-রহস্যের তীব্রতায়;
যেদিন সাঙ্গ হবে চেনা-মুখের রঙিন মেলা!
আপনিই আমাদের কালপুরুষ ভাই, অসাধারণ লিখলেন।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন সবসময়।
ইঞ্জা
শুভকামনা ভাই
ছাইরাছ হেলাল
রঙিন মেলা সাঙ্গ হলে কালপুরুষ হয়ে লাভ কী!!
উপলব্ধি যেখানে বিলীন!!
তৌহিদ
মরে গেলে আর কেউ মনে রাখেনা ভাই, ঠিকই বলেছেন। ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
নিজস্ব আধ্যাত্মিকতার মাঝে বিলিন হতে বাড়তি আলোর প্রয়োজন হয় না। আপনিতো নামে কালপুরুষ হয়ে গেছেন সেইইইই ফসিল রিপুর আর্তনাদে! এখনো কি আরও হওয়া বাকি আছে ভাই সাহেব?
তৌহিদ
বলছেন তবে! যাক বাবা কিঞ্চিত হলেও মনে আশা জাগলো। ফসিল রিপুর আর্তনাদ! সেই লক্ষকোটি বছর আগের আমি ভবিষ্যতে হয়তো কালপুরুষ হয়েই বেঁচে থাকবো।
ভালো থাকুন আপু।
রুমন আশরাফ
অনবদ্য লেখা।
তৌহিদ
ভালো থাকুন ভাই।
আরজু মুক্তা
হারিয়েছি, আধ্যাত্ম বানানগুলো দেখেন।
বিলীন, বিস্মৃতি হতে চাচ্ছেন কেনো?
কালপুরুষ ই মানানসই।
তৌহিদ
হারিয়েছি, অধ্যত্ম ঠিক আছে। বিলীন না হলে কালপুরুষ কি আর হওয়া যায়!
ধন্যবাদ, ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
“কালপুরুষ হয়তো হবো একদিন!
সেদিন স্মৃতির আকাশে পরিচিতরা হবে বিস্মৃতপ্রায়।
কারো কল্পনায়, কারো অলীক স্বপ্নে
মন-রহস্যের তীব্রতায়;
যেদিন সাঙ্গ হবে চেনা-মুখের রঙিন মেলা!”
কাল পুরুষের দিবা স্বপ্নে বিভোর প্রেমিক প্রবর
আশা তবে হোক পুরণ।
ভাল লাগলো। শুভ কামনা।
তৌহিদ
আপনিও ভালো থাকুন ভাই। শুভকামনা সবসময়।
আতা স্বপন
সুন্দর আর নান্দনিক। গুরুগম্ভীর উপস্থাপনা। শুভ কামনা ।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
নিতাই বাবু
কালপুরুষ আর ঝালপুরুষ হোন-না-কেন, আমি কিন্তু আপনার সাথেই আছি। আছি আপনার কবিতার সাথে মিলেমিশে একাকার হয়ে। থাকবেও আশা করি।
ভালো লিখেছেন, দাদা। ভালো লাগলো।
তৌহিদ
ইস!ঝালপুরুষ হইতে পারলে মন্দ হতোনা। যারেই স্পর্শ করবো সেই ই ঝালের চোটে তিড়িংবিড়িং নাচতো, হা হা হা 😃
ভালো থাকুন দাদা।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই শুভেচ্ছা জানবে।
ভাল লেগেছে কালপুরুষ।
ভাল থাকবেন সবসময়।
তৌহিদ
আপনিও ভালো থাকুন ভাইয়া। শুভকামনা রইলো।
দালান জাহান
সুন্দর লিখেছেন। অনেক অনেক শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।