খুন সংঘাত রাহাজানি দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম শান্তিপূর্ণ পৃথিবী।
পরশ্রীকাতর মানুষ দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম অহিংসা পৃথিবী।
লোভ লালসার মানুষ দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নির্লোভ পৃথিবী।
মেশিনগান,বোমা ও তেজস্ক্রিয় পদার্থে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম এগুলো মুক্ত পৃথিবী।
আমিত্ব আর আত্মা অহংকার মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম এর বিপরীত পৃথিবী।
জরাগ্রস্ত ও রোগাক্রান্ত মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম আরোগ্যপূর্ণ পৃথিবী।
উঞ্ছবৃত্তি ও বুভুক্ষু মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম সাহায্য সহযোগিতার পৃথিবী।
যুদ্ধ বিগ্রহ বিপ্লবে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম ভালোবাসায় ডুবন্ত পৃথিবী।
দূষণ ও গ্যাসীয় পদার্থে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নির্মল বাসযোগ্য পৃথিবী।
প্রতারক ও প্রতারণায় ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম আশাপূর্ণ পৃথিবী।
কর্মবিমুখ মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম কর্মমুখী পৃথিবী।
সামপ্রদায়িক সম্প্রতিতে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম অসাম্প্রদায়িক চিন্তাধারার পৃথিবী।
ধর্ষক আর ধর্ষিতায় ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নর নারীর সাম্যের পৃথিবী।
রচনাকালঃ
১০/০৮/২০২০
১১৫৪জন
৯১৯জন
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার চাওয়া গুলো, কামনা গুলো সুন্দর। এমন করে যদি সবাই চাইতো তাহলে তো পৃথিবী টা অনেক অনেক সুন্দর ও বিষাদহীন হতো। নিরন্তর শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
স্বপ্ন নীলা
পৃথিবীর সবাই যদি আপনার মত করে চাইতো তবে এই ধরাধামে শান্তি নেমে আসতো—–আপনার চাওয়াগুলো খুবই সুন্দর এবং এটাই আসলে হওয়া উচিত—- শুভকামনা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল প্রিয়
নবকুমার দাস
আশায় থাকি এই পৃথিবীতে একদিন আপনার ও আমাদের সকলের শুভ আকাঙ্ক্ষাগুলি পূরণ হবে । ভালো মনের মানুষের বড় প্রয়োজন । 🌳🍁♥️
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
আরজু মুক্তা
শান্তি ফিরে আসুক
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম শান্তি ফিরিয়ে আসুক
শুভকামনা রইল