- খোকার সাথে কাঠবিড়ালি
করে ভালো খেলা,
খোকা জানে বিকেল বেলা
কাঠবিড়ালির মেলা। - ইচ্ছে খুশি ছুটে চলা
সবার সাথে দলে,
কাঠবিড়ালি খোকার সাথে
শুধু যায়’রে চলে। - কাঠবিড়ালি কোমল দেহ
হাতে হাতে দিয়ে,
খাইতে নাইতে নিত্য চলে
কাঠবিড়ালি নিয়ে। - খোকার সাথে কাঠবিড়ালির
ভালো বোঝা পড়া,
কাঠবিড়ালি জানে সেটা
কাছে গেলে ধরা। - কাঠবিড়ালি সাথে খোকা
সদা খেলা করে
যেতে চাইলে কোনো স্থানে
শুধু পিছু ধরে। - রচনাকাল
৩০/০৬/২০২১
৪+৪/৪+২
১০টি মন্তব্য
অনন্য অর্ণব
খোকা আর কাঠবিড়ালী দারুন খুনসুটি। খেলাধুলা চলুক। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।।
মনির হোসেন মমি
শিশুতোষ ছড়া।সুন্দর ছন্দের মিল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো লেগেছে। ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভেচ্ছা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
মনির হোসেন মমি
সুন্দর কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।