তোর অযত্ন-লালিত চুল,
অবহেলায় করা কেশবিন্যাস!
আচ্ছা, এভাবেই প্রতিশোধ নিস?
নে (আমার দীর্ঘশ্বাস ঝরে)।
এখনো খেলতে চাই ঐ চুল নিয়ে,
সযতনে সাজাই কল্পনায়,
কবিতার মত সুনিপুনভাবে, ছন্দে
যেমনটি ঠিক আমি চাই।
আমার ভাল লাগা তোর ভাল লাগেনা জানি;
তারপরও কসম লাগে, একটু সাজিস, প্লিজ।
১৭টি মন্তব্য
শিশির কনা
কসম লাগে, একটু সাজিস কবিতাটি ভালোই লাগলো। সহজ কথায় এক যুবকের মনের ভাব প্রকাশ যেন।
লজিক্যাল সুমধু
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভাল লাগা আমাকে খুশী করে।
ঈদের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
মনে হচ্ছে আপনার প্রথম দিকের কবিতা
তারপরেও আবেগটা বেশ বুঝা যায় ।
শুভকামনা কবি ।
লজিক্যাল সুমধু
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা দাদা। এটা আসলেই প্রথম দিককার কবিতা। বলতে পারেন প্রথমটাই।
ঈদ মোবারক, দাদা।
আদিব আদ্নান
বেশ সহজেই মনের কথা বলে ফেলেছেন ।
ভাল এবং ভাল ।
লজিক্যাল সুমধু
আসলে আমি কবিতা/গদ্যের বেলায় সর্বপ্রকার কাঠিন্য এড়িয়ে চলার পক্ষে। সবচেয়ে বড় কথা, কঠিন কথা আমি বলতে বা লিখতেও পারিনা।
অনেক ধন্যবাদ আপনাকে।
ঈদ মোবারক ভাই।
জবরুল আলম সুমন
দূর্দান্ত লিখেছেন। আমার ভালো লেগেছে এই সহজ প্রকাশ ভঙ্গিটা… শুভ কামনা।
লজিক্যাল সুমধু
অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া।
আপনার মত আর পারলাম কই! আপনার প্রেম পকেট কাব্যগুলো খুউব ভাল লেগেছে আমার।
ঈদ মোবারক।
ছাইরাছ হেলাল
আপনি নিশ্চিন্তে থাকুন সে অবশ্যই সাজবে/ সাজছে
তবে অন্য কারো জন্য ……
লজিক্যাল সুমধু
হা হা হা। আপনি চরম সত্যি বলেছেন ভাই। সে সত্যিই অন্যের। কীভাবে বুঝলেন বুঝলাম না!
ঈদ মোবারক দাদা।
বনলতা সেন
কবিতাটি সুন্দর । এমন ভাবে বললে না সেজে পারবে না ।
লজিক্যাল সুমধু
অনেক ধন্যবাদ আপনাকে। সে আসলে সাজে আজকাল,তবে অন্যের জন্য। হা হা হা।
শাদমান সাকিব
কবিতায় আমার একটু সমস্যা হয় ।
কিন্তু আপনার এ লেখাটি আমার ভালই লাগল ।
একটি অসমাপ্ত ভালোবাসার বিরহ বেদন ফুটে উঠছে বলেই মনে হয় ।
কেন যে কবিতা শেখা হল না ……
আনন্দ – বেদনার ভালবাসার কথা কালো , নীল বা নিদেন পক্ষে লাল কালিতে এঁকে দিতাম ।
লজিক্যাল সুমধু
কবিতা আমারও বাজে লাগে যদি আমার পছন্দের টাইপের না হয়। মজার ব্যাপার, এই কবিতা লিখার আগ পর্যন্ত মনে করতাম ছন্দের মিল না থাকলে আবার কীসের কবিতা?
অনেক ধন্যবাদ আপনাকে।
একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন: ভাল আর ভালই তো এর পার্থক্য কতটুক?
প্রজন্ম ৭১
ছোট সুন্দর কবিতা ।
লজিক্যাল সুমধু
আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
সুরাইয়া পারভীন
আমার ভাল লাগা তোর ভাল লাগেনা জানি;
তারপরও কসম লাগে, একটু সাজিস, প্লিজ।
এমন আহ্বান উপেক্ষা করবে এমন শক্তি কি কারো হবে?
সাজবে সাজবে নিশ্চয়ই সাজবে