কসম লাগে, একটু সাজিস

সুমধু চক্রবর্তী ২৭ অক্টোবর ২০১২, শনিবার, ১০:৪৪:৩৪পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৭ মন্তব্য

তোর অযত্ন-লালিত চুল,
অবহেলায় করা কেশবিন্যাস!
আচ্ছা, এভাবেই প্রতিশোধ নিস?
নে (আমার দীর্ঘশ্বাস ঝরে)।

এখনো খেলতে চাই ঐ চুল নিয়ে,
সযতনে সাজাই কল্পনায়,
কবিতার মত সুনিপুনভাবে, ছন্দে
যেমনটি ঠিক আমি চাই।

আমার ভাল লাগা তোর ভাল লাগেনা জানি;
তারপরও কসম লাগে, একটু সাজিস, প্লিজ।

৬৪৭জন ৬৪৬জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ