
কিছু কষ্ট থাকে
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না,শুধু
নীরবে কষ্টগুলো রসের;মতন
টিপ টিপ করে নিঃশেষ হয়!
কিছু কষ্ট থাকে
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতে দেয় না।
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না
কষ্টের কী হেতু
লাল নীল বেগুনি কালো কুৎচ্ছিত কষ্টগুলো
সক্ষমতাকে চিবিয়ে চিবিয়ে খায়
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না।
কেউ বুঝে না কেউ বলতে পারে না
জীবন কেন এতো রহস্যময়,
কারো চোখ জল শূন্য
কারো চোখে জলের স্রোত
কেউ বুঝে না, কেউ
বলতেও পারে না।
কেউ বুঝে না কেউ খোঁজেও না
কার মনে কী ব্যাথা!
স্বপ্নগুলো চাপা পড়ে নিরাশার আধারে
সূখগুলো একটু একটু করে ঝরে পড়ে
সক্ষমতার কারবারে
কেউ বুঝে না ,কেউ
খোজেও না কী তার হেতু।
কেউ বুঝে না, কাউকে বুঝতে দেয় না
আত্ম মর্য্যাদা মনকে কিলবিলিয়ে খায়
ভালবাসারা পালিয়ে বেড়ায়
আপণ পর হয়ে যায়,
বন্ধুত্বের কাঠগড়ায় বিবেক থমকে দাড়ায়
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না।
আসে যদি কখনো আগুন জ্বলা ফাগুনের লগন
দেখা হবে আবার বেলায় অবেলায়
খোঁজে নিও তখন তুমি
এ-ই বন্ধু সেই পুরনো বন্ধু তোমার
বেলা গুলোর শেষ বেলায়,
কখনো যদি অতীত হয়ে যায়।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক কষ্ট আছে যা কাউকে বলা যায়না , আবার বোঝানোও যায় না। কত রঙের যে কষ্ট আছে !! আপন পর হয়ে যায়, হারিয়ে যায় প্রিয় মানুষ। আগুন ঝরা ফাগুনে বন্ধু , প্রিয়জন ফিরে আসুক। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
কিছু কষ্ট সবসময়ই নিজের। কাউকে বলা যায় না কারন তাতে বাড়ে। কষ্টের ভাগও কেউ নেয়না। আমি বোধহয় এই প্রথম ভাইয়ার কবিতা পড়লাম। ভালো লাগা ও শুভকামনা রইলো।
শুভ সকাল।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি মমি দা অনেক শুভেচ্ছা রইল
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি অসাধারণ একটা কবিতা পড়ে মুগ্ধ হলাম প্রিয় কবি
শুভকামনা রইল সতত
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ।
আরজু মুক্তা
এই কষ্ট নিদারুণ কষ্ট। কাউকে বলা যায় না
সওয়াও যায় না। তবুও আপন মানুষ ভুল বোঝে। আমরা চাই, কেউ একজন পাশে থাকুক। বুঝুক। অথবা এমন হয়, নিজেই নিজের কষ্ট ভুলে। নিজেই বিলীন হই।
একটা মনের মতো কবিতা পেলাম।
শুকরিয়া।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় আপু।
জিসান শা ইকরাম
একজনের কষ্ট অন্য জনে কখনো বুঝতে পারেনা পুরোটা,
অনেকে কষ্টের ভাগও দিতে চায় না অন্যকে।
কষ্ট নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে ভাই।
শুভ কামনা।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।
তৌহিদ
কস্টের ভাগীদার কেউই হতে চায়না এটা জেনেও আমরা কস্ট পেতে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসতে।
আপনার কবিতা লেখার হাত কিন্তু চমৎকার ভাই। কবিদের দলে স্বাগতম।
মনির হোসেন মমি
হা হা হা কবিতা!!কবি!! মরছি-এ আমার আর কোন কালেই হয়ে উঠা হবে না।অসংখ্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কষ্টের অনেক রঙ থাকে,
থাকে ধরন কিন্তু একটির সাথে অন্যটিতে মেশে না। কষ্ট দেয়ার অনেকজন থাকে,
কিন্তু কষ্ট বহনের জন্য দূর-দূরান্তের কোন স্বজন থাকে না।
কিছু কষ্ট রয়ে যায়, কিছু কষ্ট রেখে দিতে হয় একান্ত করে।
সুন্দর কবিতা লিখেছেন ছোট্ট ভাইসাব 🙂
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
ধন্য আমি অ-কবিতা/কবি খ্যাত বড় আফার হতে প্রাপ্ত কবি খেতাব পেয়ে।আপনিও ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
রেজওয়ানা কবির
কিছু কষ্ট আছে যা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়,
আবার কিছু কষ্ট আছে যা কখনো কোনকিছুর বিনিময়েই ভোলা যায় না,
কিছু কষ্ট আছে কারো সাথে ভাগ ও করা যায় না
তবুও কষ্টকে দমন করতে হয়।
মমি ভাই, দারুন লিখেছেন,কেন জানি আমার প্রেম, বিরহ, কষ্ট, বেদনা এগুলো নিয়েই ছোটবেলা থেকেই বেশি লিখতে আর পড়তে ভালো লাগে। ভালো থাকবেন, শুভকামনা।
মনির হোসেন মমি
আমার লেখাগুলোতে হাসি আনন্দ খুজেঁ পাবেনা।বাস্তমুখী লেখাগুলো লেখার চেষ্টা করি। আপনিও ভাল থাকবেন।সুস্থ থাকবেন।