-কলা বউ!
-হুম,
-কি চাই তোমার?
আজ কিন্তু চাইতেই পারো ইচ্ছে যা….
-তাই, প্রাণে যা চায় তাই চাইবো?
-হুম।
-তাহলে,গঙ্গাফড়িং
আর!হুম
ভ্রমণের ন্যায় কলো কাজল…..
-আমায় চাইনে তোমার?
এই যেমন ধরো পুরোপুরি একটা আমি…….
তুমি চাইলেই আমি এঁকে দিতে পারি কপাল জুরে সেই বহু কাঙ্ক্ষিত চুম্বন!
-এর পরিণতি জানা আছে তো?
-হা-হা-হা
নরক যাত্রার ভয়?
সে পাঠ আমি কবেই চুকিয়েছি।
তোমার জন্য হতেই পারি অপরিনামদর্শী……….
তুমি চাইলেই কিন্তু একটা রাত হতেই পারে নিজস্ব……
আমায় চাইনে তোমার?
-কি জানি!স্বয়ং ঈশ্বর জানে
আমি যে কলা বউ….….
-আমায় সত্যি চাইনে তোমার?
-দূর,অতশত জানি নে তো………
-তবে কি জানো?
-ভালোবাসি।
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
তোমার জন্য হতেই পারি অপরিণামদর্শী, নরককেও জয় করতে পারি ভয় না পেয়ে। খুউব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ভালোবাসা নিবেন।
সুপায়ন বড়ুয়া
“আমি যে কলা বউ….….
-আমায় সত্যি চাইনে তোমার?
-দূর,অতশত জানি নে তো………
-তবে কি জানো?
-ভালোবাসি।”
ভালবাসা কথাটা কায়দা করে বলতে হয়।
ভাল লাগলো। শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভেচ্ছা নিবেন,
ইঞ্জা
আহ ভালোবাসা, এই ভালোবাসার কাছে সবই বিলিয়ে যেতে চাই, কিন্তু কলা বউ, বিলোতে পারবে তো?
হেরিলাম মন। 😍
সাখিয়ারা আক্তার তন্নী
কলা বউ কিন্তু স্পেশাল,
খুব ভালো থাকবেন।
ইঞ্জা
অবশ্যি স্পেশাল, শুভেচ্ছা সতত।
আলমগীর সরকার লিটন
বেশ নতুনত্ব পেলাম কবি আপু
অনেক শুভ কামনা রইল————–
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ কামনা আপনার জন্য।
সুরাইয়া পারভীন
স্বর্গ নরক যাত্রী হবে কি-না ভেবে কী আর ভালোবাসার ফাঁসি কেউ পড়ে? চমৎকার লিখেছেন
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,এটা ভালো বলেছেন
ভালোবাসা নিবেন।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
সুরাইয়া নার্গিস
সুন্দর লেখা
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
কামাল উদ্দিন
কলা বউ, আমি প্রথমে ভাবছলাম কমলা বউ। একটা পাখির নাম আছে কমলা বউ।
সাখিয়ারা আক্তার তন্নী
এটা কিন্ত কলা বউ,খুব স্পেশাল।
এটা আবার গরদের শাড়ি পরে….
কামাল উদ্দিন
হুমম, তাহলে গরদ বউও তো বলা যায় নাকি?
জিসান শা ইকরাম
ভালোবাসায় নরক পাত্তা পায়না, নরকের ভয় থাকেনা।
ভাল লিখেছেন।
সাখিয়ারা আক্তার তন্নী
ভালোবাসা নিজেই তো নরক,
সে আর কি সে পাত্তা দিবে।
ধন্যবাদ,
রেহানা বীথি
বাহ্, বেশ সুন্দর লিখলেন।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ কামনা আপনার জন্য,
সাবিনা ইয়াসমিন
ভয় পেয়েছি। ভালোবাসায় এত শর্ত মানতে হয়! এত কিছু দিতে হয়? এখন একটা গান মনে পড়ছে, “ কাজ নেই আর আমার ভালোবেসে “। হাহাহা, বেঁচে গেছি ভালো না বেসে 🙂
সুন্দর হয়েছে।
শুভ কামনা 🌹🌹
সাখিয়ারা আক্তার তন্নী
এই রে আপনি প্রেমে পরেন নি,তাহলে তো আপনি অনেক কিছু মিস করে ফেলছেন।চাইলে এখনো সুযোগ আছে কিন্তু।
ভালোবাসা নিবেন,এটা অবশ্যই আমার পক্ষ হতে।
হালিম নজরুল
চমৎকার লেখা
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,শুভেচ্ছা নিবেন