কলা-বউ

সাখিয়ারা আক্তার তন্নী ৯ মার্চ ২০২০, সোমবার, ০১:০০:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

-কলা বউ!
-হুম,
-কি চাই তোমার?
আজ কিন্তু চাইতেই পারো ইচ্ছে যা….
-তাই, প্রাণে যা চায় তাই চাইবো?
-হুম।
-তাহলে,গঙ্গাফড়িং
আর!হুম
ভ্রমণের ন্যায় কলো কাজল…..
-আমায় চাইনে তোমার?
এই যেমন ধরো পুরোপুরি একটা আমি…….
তুমি চাইলেই আমি এঁকে দিতে পারি কপাল জুরে সেই বহু কাঙ্ক্ষিত চুম্বন!
-এর পরিণতি জানা আছে তো?
-হা-হা-হা
নরক যাত্রার ভয়?
সে পাঠ আমি কবেই চুকিয়েছি।
তোমার জন্য হতেই পারি অপরিনামদর্শী……….
তুমি চাইলেই কিন্তু একটা রাত হতেই পারে নিজস্ব……
আমায় চাইনে তোমার?
-কি জানি!স্বয়ং ঈশ্বর জানে
আমি যে কলা বউ….….
-আমায় সত্যি চাইনে তোমার?
-দূর,অতশত জানি নে তো………
-তবে কি জানো?
-ভালোবাসি।

১২০৮জন ১০৯২জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ