করোনা

আলমগীর সরকার লিটন ২৭ জুন ২০২১, রবিবার, ১১:০৯:৩১পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

এক করোনা এখন ক্ষমতাধর চোখে
তাসের খেলা টিংকা!
মৃত্যু এখন মশা মাছি পিপড়ার মতো
আতঙ্কের সাথে যুদ্ধ
আর রক্তাক্ত চিন্তার সাথে বসবাস

মহামারী কবিতার চমক
টিকা এখন সোনার হরিণ পুজ খেলার
সেরে সর্বনাশ করোনা;

তুমি কখন এলে কখন যাবে কেউ জানে
না, শুধু ক্ষমতার চক্ষু ধারাল
ক্লান্তিময় ভাবনা ছুঁয়ে যায় নীলনদ কিংবা
চিনা জানা খাল বিল আর-
ক্রিকেট খেলার সোনালি মাঠ মেরে দিব ছক্কা
তুমি বুঝি এখন করোনা।

১৩আষাঢ় ১৪২৮, ২৭ জুন ২১
——————————–

৭০৫জন ৬২৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ