

এসময় জনাব আশরাফ আলীর নেতৃত্বে কমিউনিটি পুলিশ কার্যক্রম সাতাইশ এর উদ্যোগেও এলাকায় রাস্তাঘাট ও বাড়ির আসে পাশে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
১★ জন সমাগম/ভিড় এরিয়ে চলুন এবং ৩ ফিট দুরত্ব বজায় রাখুন।
২★ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না।
৩★ কভিড -১৯ ভাইরাসের লক্ষন দেখা দিলে দ্রত যোগাযোগ করুন।
৪★ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ফার্মেসী ছাড়া সকল দোকান-পাট বন্ধ রাখুন।
৫★ প্রচুর পরিমানে পানি পান করুন ও ভিটামিন c যুক্ত খাবার খান।
৬★ বাড়িওয়ালাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনার ভাড়াটিয়াদের প্রতি বিশেষ লক্ষ রাখুন।
দেখুন ভাড়াটিয়ার রুমে নতুন কোনো লোক/মেহমান আসছে কিনা, আসলে কোথা থেকে আসছে তার পরিচয় নিন। যদি বিদেশ থেকে আসে তবে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় (টঙ্গী পশ্চিম থানা) যোগাযোগ করুন।
*** জনসচেতনতায় ভাইরাস প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখুন, নিজে সতর্ক থাকুন-অন্যকে সতর্ক করুন******
প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার- ০১৭৬৯৬৯৫৫৪৫
টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসারের নাম্বার – ০১৭৬৯৬৯৫৫৪৯
মোহাম্মদ আমজাদ হোসেন(এম.এ)
কাউন্সিলর, ৫১ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।
মোবাঃ ০১৬৭৮১৭৭৮০৮
মিশকাতুল হক (ফারুক)
ওয়ার্ড সচিব, ৫১ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।
মোবাঃ ০১৬৩৯২৯০৪২১
মোঃ মর্তুজা আলী (রিপন)
অফিস সহায়ক, ৫১ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।
মোবাঃ ০১৮৫৮৩৩৩৩৩০
এছাড়া ৫১ নং ওয়ার্ড সহ গাসিক এর সকল ওয়ার্ডে নগর পিতা জনাব জাহাঙ্গীর আলম এর উদ্যোগে এলাকার দরিদ্র দিন মুজুর খেটে খাওয়া মানুষদের মাঝে এক সপ্তাহের খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
৫১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আমজাদ হোসেন এর নিজস্ব তত্ত্ববধানে এলাকার হতদরিদ্রদের গাসিক কর্তৃক নির্ধারিত সাহয্য প্রদানের লক্ষ্যে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া করোনা যাতে এলাকায় ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে ৫১ নং ওয়ার্ডে বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।
করোনা ভাইরাস প্রতিরোধে ৫১ নং ওয়ার্ডে বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ কার্যক্রম
পাশাপাশি করোনাভাইরাস ‘ কোভিড-১৯” এর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আমজাদ হোসেন এর তত্বাবধানে এবং ৫১ নং ওয়ার্ড করোনা প্রতিরোধ কমিটির সহয়তায় হাত ধোয়ার জন্য ওয়ার্ডের প্রায় প্রতিটি মেইন রাস্তা ও জনবহুল স্থানে প্রাথমিকভাবে কিছু ব্যেসিন স্থাপন করা হয়।
১০টি মন্তব্য
হালিম নজরুল
আসুন সবাই মানুষের পাশে দাঁড়াই।
আতা স্বপন
আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
খুবই ভালো উদ্যোগ। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আতা স্বপন
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এভাবে যদি সবাই সব জায়গাতেই করতো তাহলে দেশের মানুষের উপকার হতো। সংশ্লিষ্ট সকলের প্রতি শুভ কামনা রইলো 🌹🌹
আতা স্বপন
ধন্যবাদ
সুরাইয়া নার্গিস
খুবই ভালো উদ্যোগ, আলহামদুলিল্লাহ্।
এমন ভাবে সবাই যদি মানুষের সেবায় এগিয়ে আসতেন তাহলে গরীব মানুষ গুলো উপকৃত হত।
শুভ কামনা রইল
আতা স্বপন
ধন্যবাদ
এস.জেড বাবু
সময়ের শ্রেষ্ঠতম কাজ- শুভাশীষ রইলো।
মানুষের তরে মানুষ- সত্যি হউক মানুষের কর্মে।
শুভকামনা
আতা স্বপন
ধন্যবাদ