
বেঁচে থাকলে দেখা হবে
প্রিয়তম তোমার সাথে।
যাচ্ছি করোনা যুদ্ধে
মৃত্যুকে নিয়ে হাতে।
যদি ফিরে আসি তবে
তা বিজয়ের বেশে।
করোনামুক্ত নির্মল সুস্থ
সুন্দর পরিবেশে।
আর যদি ফিরে না আসি
আসবেনা মোর দেহ।
করোনা যুদ্ধে চলে গেছি
কাঁদবেনা স্বজন কেহ।
মৃত্যু তো হবেই তবে
সব মৃত্যু,মৃত্যু নয়।
আমার এই মৃত্যু কেবল
শত্রুকে করতে জয়।
রক্তে মাংসে বেঁচে থাকলে
শুধুই বেঁচে থাকা।
বেঁচে থাকলে অন্তরেতে
অমরত্ব ধরে রাখা।
সে বেঁচে থাকায় নেই কোন
ক্ষয়ে যাওয়ার ভয়।
মরে গিয়েও হয়ে থাকবো
অমর ও অব্যয়।
১৮টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
মর্মস্পর্শী লেখনী দাদা।
এ যুদ্ধে সবাই জয়লাভ করুক।
সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক।
শুভকামনা…
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন, ভালবাসা নিবেন।
ফয়জুল মহী
সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন লেখাটা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, শুভেচ্ছা নিবেন।
সুপর্ণা ফাল্গুনী
করোনায় মৃত্যু হলে অমর হবেন । তবুও এ মৃত্যু কাম্য নয় কারো। করোনা যোদ্ধাদের জন্য বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
নিরব সাগর
সবাই বেঁচে থাকুক সেটাই চাই, তারপর ও যদি মরে যাই।
শুভেচ্ছা নিবেন প্রিয়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
করোনা যোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। প্রত্যাশা অতি শীঘ্রই দেশ করোনামুক্ত হবে। শুভেচ্ছা।
নিরব সাগর
আশা তো রয়েছে সবার ,কলঙ্কমুক্ত হোক দেশ মাতার
সুরাইয়া নার্গিস
সুন্দর পোষ্ট।
আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুন।
নিরব সাগর
আল্লাহ আমাদের একমাত্র রক্ষাকারী।শুভেচ্ছা নিবেন প্রিয়।
হালিম নজরুল
করোনামুক্ত নির্মল সুস্থ
সুন্দর পরিবেশ ফিরে আসুক।
নিরব সাগর
সুস্থ সুন্দর নির্মল পরিবেশ সবার চাওয়া প্রিয়
তৌহিদ
আপ্লুত হলাম ভাই। এদেশের সম্মুখসারির করোনা যোদ্ধাদের প্রতি বিনম্র ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি।
চমৎকার পোষ্ট লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
নিরব সাগর
ভাল থাকুক সব করোনা যোদ্ধারা
আরজু মুক্তা
করোনা আর ভালো লাগেনা।
যারা যোদ্ধা তাদের বিনম্র শ্রদ্ধা
নিরব সাগর
বিনম্র শ্রদ্ধা করোনার সেবকদের।
সাবিনা ইয়াসমিন
সবারই মরতে হয় একদিন, যে মৃত্যু বরণ করা হয় অপরের কল্যাণে, অমরত্ব পাবার প্রত্যাশায় সেটা মৃত্যু নয়। মহামারীর বিরুদ্ধ-যুদ্ধে সম্মুখ সারির সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই। তারা অমর হয়ে থাকবেন মানুষের অন্তরে অমর হয়ে।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
বেঁচে থাকুক সবার অন্তরে সব করোনার যোদ্ধারা।