
মৃত্যুর মিছির আমার আর
ভালো লাগছে না,
ভালো লাগছেনা গুনতে
মানুষের লাশ।
স্বাস্থ্যবিধি আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না হোম
কোরেন্টাইন বাস।
গৃহবন্দি সমাজ আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না দুঃখী মানুষের কারাবাস।
কর্মহীন জীবন আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না অভাবী
মানুষের সর্বনাশ।
মুখবন্দি পরিবেশ আমার আর ভাল লাগছে না,
ভালো লাগছে না অনাহারি
মানুষের দীর্ঘশ্বাস।
কোভিড উনিশ আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না দরিদ্র
মানুষের হাহুতাস।
আমার মৃত্যুতেও যদি চড়ে
করোনার গলায় ফাঁস,
মৃত্যুদণ্ড ঘোষণার দিলাম
জীবন বাজির তাস।
তবুও করোনার হোক মৃত্যু
এই করিলাম আশ
শান্তি সুখের এই বসুধায়
হোক মানুষের বাস।
১৩টি মন্তব্য
ইঞ্জা
অসাধারণ প্রকাশ।
নিরব সাগর
ধন্যবাদ অগ্রজ
ইঞ্জা
শুভেচ্ছা
ফয়জুল মহী
অতুলনীয় লেখা, শুভ কামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো বলেছেন। করোনার মৃত্যু হোক আর ভালো লাগছে না। ঈশ্বর মঙ্গল করুন সবার। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় ।ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো দাদা।
পৃথিবীতে শান্তি ফিরে আসুক।
এ কামনা করি।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন
হালিম নজরুল
করোনা বিদায় হোক।
নিরব সাগর
আমার মৃত্যুতেও শেষ হোক তার বিস্তার
কামাল উদ্দিন
এটা তো আমাদের কারোই ভালো লাগছেনা ভাই। আমাদের নাভিশ্বাস উঠে গেছে, কবে যে মুক্ত দুনিয়া পাবো??
নিরব সাগর
সবাই চাইছে অনেক করে।হবে একদিন ইনশে আল্লাহ