মন বসতি সাজাই অজানা অচিন পথ
জীবন বোধে নাচে স্বপ্নীল স্বপ্নের সোরা কল্পনা
নাগরী জীবন ভুলে যায় খোঁজে মেঠো পথে
পুষ্প খচিত মনোহরা কুসুমিত মায়াবী চাঁদ
বসন্ত আনন্দ আনে মনের দ্বীপে পুষ্প-বিহঙ্গ
শিমুল-পলাশ আর মাধবী ফুলে রচিত বন
জল সমুদ্রে তোলে আকুল নিঘাদ সুর-ব্যঞ্জনা
অসাড় জীবনে স্বপ্ন ভাসমান ফুলের সৌভর
পূর্ণ আস্তা নেই দু’চোখে ভবিষ্যৎ স্বপ্ন বুননে
তামসিক তাম্র শাসনের যুগান্তেও দুঃস্বপ্ন
পারমানবিক আনবিক যুগেও দৈত্যের হাসি
বিষন্ন তিমিরে বিদীর্ণ হিয়ার কাতর জীবন
২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভাইসাব , আপনি মনে কিভাবে পোস্ট দিবেন বুঝতে পারছেন না । যেখানে আপনি কবিতা লিখেছেন , ওখানে লিখুন বিষন্ন তিমিরে । কবিতা আপনাকে লিখতে হবেনা । বিভাগে কবিতা সিলেক্ট করুন। তাহলেই হবে । আর পোস্ট দিয়েই চলে যান কেনো ?
আদিব আদ্নান
দৈত্যকুলে আস্থা রাখি না ।
অবগাহন চাই কুসুমিত মায়াবী চাঁদে ।
মন্তব্যের উত্তর দিন এবং লিখুন ।