এই যে শুনুন—একটু সময় হবে?
ওস্তাদ—আপনাকেই বলছি— একটু নড়েচড়ে বসুন।
মস্কিষ্কের কোষে,চাপ পড়তে পারে।
তাই বিষাদের ঝঞ্জাবাতে,ডোবার আগে—একটু নড়েচড়ে বসুন!
সেদিন,প্রভঞ্জনের রাতে;
ছোট সাহেবের মেয়ে— ‘বলাৎকারের অপমানে উদ্বন্ধনে মারা গিয়েছে’!
তো সে সমাজে—কবিদের দায়বদ্ধতা কতটুকু?
আপনিও তো—সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নন।
শুনেছি,আপনাদের হুকুম ছাড়া— আখ্যায়িকার একটা পদও; আন্দোলিত হয়না!
সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে— ‘আর্ট ফর ড্রিম’
শিরোনামে নির্বাহ ধারণ কোরা হয় দিনব্যাপী,
শুধু সুপ্ত অবস্থায় অনুভব হয়ে উঠেনা—
বিস্তৃত ঘোড়ার প্রত্যক্ষবৎ।
আচ্ছা।
‘বার্ধক্য যখন আপনার দিকে মন্থর গতিতে তেড়ে আসছে— আপনি অল্ড এজ হোমে থাকতে চাইবেন না?’
অর্থের হিসেবটা কিন্তু—
আগে থেকে বুঝে নেবেন দাদা।
বাসিমুখে জয়কৃষ্ণপুর গ্রামে, ‘যৌতুকের জন্যে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় হত্যার সংবাদে আমাদের সকালটা হয় মসৃণ!’
বিক্ষোপ মিছিল করতে যেয়ে— গুম হওয়া ভাই ফেরার ;অপেক্ষায় আছে যে বোন—
সে বোন কি জানে—
রাখি বাঁধার সঠিক নিয়ম?ঠাকুমা বলতেন—
রাখি বাঁধার সময়,
নিয়ম মেনে চলতে হয়।
তাতে নাকি,কোনোদিন মুদ্রার;অভাব হবেনা ভাইয়ের।
যেখানে,ভৌগোলিক এলাকায়— ‘মাত্র নব্বই দিনের শিশুটিও রেহাই পায়না নরপিশাচের হাত থেকে’
সেখানে,ন্যাক্কারজনক যোজনার প্রতিবাদে—
ব্রোথেলের দেবীরা একজোট হয়ে; বিনা মাসুলে যোগান দিবে বলে—
নিষ্পত্তি কোরেছে!
অথচ,শহরে একদিন;
ব্রোথেল উচ্ছেদ কোরতে— প্রচুরসংখ্যক ব্রহ্মচারী স্লোগান ধরে।
এতো দামী স্লোগানের বেশ ভক্তও জুটে যায়।
আজকাল কে না জানে?
কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু।
তবুও,মানুষ অলিগলিতে— বেওয়ারিশ-কুকুর নিধনের;
দাবি নিয়ে আসে,
তো সে সমাজে কবিদের— দায়বদ্ধতা কতটুকু?
কবি—অট্টহাসিতে ফেটে পড়ে! আর,আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ কোরে—
‘মাছের মায়ের পুত্রশোক নিয়ে আর কতোদিন বেঁচে থাকা যায়’
ভাউতাবাজি রেখে বরং, হারাম পানীয় গিলে ঘুমোতে যা!
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বগতম সোনেলায় আপনাকে।
নিয়মিত লিখুন এখানে, অন্যদের লেখা পড়ুন।
সোনেলার নীতিমালা ( https://sonelablog.com/tac/ ) একবার পড়ে নিবেন অবশ্যই।
সমাজের এসব অনাচারে কবিদের দায়বদ্ধতা অবশ্যই আছে, দুঃশাসন – কুশাসন এর বিরুদ্দে কবিরাই প্রথম প্রতিবাদী হয়।
চমৎকার লিখেছেন।
শুভ কামনা।
কান্ত রায়
ধন্যবাদ জানবেন প্রিয় 🖤
আমি এ ব্লগের সকল নিয়মাদি মেনে চলবো 🌼
সুপর্ণা ফাল্গুনী
স্বাগতম তোমাকে আমাদের সোনেলার আঙ্গিনায়। প্রথমেই চমৎকার একটি কবিতা উপহার দিলে এজন্য অফুরন্ত ধন্যবাদ। তুমি খুব ভালো লিখো। নিয়মিত লিখো, অন্যের লেখাও পড়ো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থেকো সতত
কান্ত রায়
ধন্যবাদ জানবেন আমার প্রিয় দিদিভাই 🖤
আপনার জন্যেও থাকলো অশেষ শুভকামনা 🌼
ভালো থাকবেন,সুস্থ থাকবেন সবসময় ❤
খাদিজাতুল কুবরা
প্রথমেই আপনাকে স্বাগতম সোনেলার আঙিনায়। দুর্দান্ত কবিতা নিয়ে হাজির হয়েছেন। আশা করছি আর ও ভালো ভালো লেখা পড়তে পারব। সামাজিক প্রেক্ষাপট নিয়ে একজন লেখকের দায়বদ্ধতা অনেক বেশি।
যুগে যুগে পরিবর্তন এসেছে লেখকের কলমের আঁচড়ের মাধ্যমে।
অনেক শুভেচ্ছা রইল
কান্ত রায়
ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয় 😍
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
কান্ত রায়
ভালোবাসা নিবেন প্রিয় 🌼
রেজওয়ানা কবির
সোনেলায় স্বাগতম আপনাকে। শুরুটা সমাজের অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন, এভাবেই লিখে যান, এগিয়ে যান। শুভকামনা।
কান্ত রায়
ধন্যবাদ জানবেন প্রিয় 🥰
বন্যা লিপি
সোনেলায় স্বাগতম আপনাকে। প্রথম লেখায় বাজিমাত। নিয়মিত লিখুন। শুভ কামনা আপনার জন্য।
কান্ত রায়
ধন্যবাদ জানবেন প্রিয় 😍
কামাল উদ্দিন
সোনেলা ব্লগে সু-স্বাগতম, লিখতে থাকুন সাথেই আছি।
কান্ত রায়
শুভকামনা রইলো 💜
ফয়জুল মহী
অসাধারণ খুব ভাল লাগল।
কান্ত রায়
ধন্যবাদ জানবেন প্রিয় 💜
কামাল উদ্দিন
এমনিতেই আমি কবিতা কম বুঝা পাবলিক, তার উপর যদি এমন দূর্ভেদ্য কবিতারা এসে সামনে দাঁড়ায় আমিও তখন বলি কম বুঝা পাবলিকদের দায়বদ্ধতা কতটুকু?
কান্ত রায়
কবিতার ভেতর যদি প্রাণ থাকে প্রিয়,তাহলে কবিতারা ঠিক-ই আপনার সম্মুখে স্থির দাঁড়িয়ে থাকবে।ভালোবাসা নিবেন।🌺💜
কামাল উদ্দিন
কবিতারা আমার সামনে তাড়াতাড়ি চলে আসুক, সেই অপেক্ষায়……..
রোকসানা খন্দকার রুকু
কবিতা আমার ভীষন পছন্দ। সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম। কবিতা খুবই সুন্দর হয়েছে। আমাদের সাথেই থাকুন।
শুভ কামনা রইলো।🌹🌹
কান্ত রায়
ধন্যবাদ আর শুভকামনা জানবেন আপু 💜
আরজু মুক্তা
সামাজিক প্রেক্ষাপটের অবক্ষয় নিয়ে কবিতা ভালো হয়েছে। নিয়মিত লিখুন।
স্বাগতম সোনেলায়
কান্ত রায়
ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয়!🌻