কবিতা আর তুমি

নাজমুল হুদা ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৩৩:১০অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

বলতে আমায় কবি, কবিতার মানে কী?
বলেছিলাম—
কবিতা বাঙালির পান্তাভাত
কবিতা মানব শকুনের সংঘাত
কবিতা বিশ্বাস অবিশ্বাসের সংলাপ
কবিতা প্রেম ভালবাসার প্রেমালাপ ।

বলতে আমায় তুমি, তোমার মানে কী?
বলেছিলাম—
তুমি মানবের পরিচিতিপত্র
তুমি শিল্পীর আলোকিত আলোকচিত্র
তুমি ধর্ষিত বিবেকের মাদার তেরেশা
তুমি বৈধ প্রেমিকের সুরেলা সেতারা ।

অথচ কবিতা আর তুমি অভিন্ন
গবেষণালব্ধ আমার মেসোপটেমিয় সভ্যতা।

নেত্রকোনা, ময়মনসিংহ

৭৯৩জন ৬৮৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ