বলতে আমায় কবি, কবিতার মানে কী?
বলেছিলাম—
কবিতা বাঙালির পান্তাভাত
কবিতা মানব শকুনের সংঘাত
কবিতা বিশ্বাস অবিশ্বাসের সংলাপ
কবিতা প্রেম ভালবাসার প্রেমালাপ ।
বলতে আমায় তুমি, তোমার মানে কী?
বলেছিলাম—
তুমি মানবের পরিচিতিপত্র
তুমি শিল্পীর আলোকিত আলোকচিত্র
তুমি ধর্ষিত বিবেকের মাদার তেরেশা
তুমি বৈধ প্রেমিকের সুরেলা সেতারা ।
অথচ কবিতা আর তুমি অভিন্ন
গবেষণালব্ধ আমার মেসোপটেমিয় সভ্যতা।
নেত্রকোনা, ময়মনসিংহ
১৬টি মন্তব্য
আরজু মুক্তা
এখানে “তুমি” দিয়ে আপনি সেই প্রেয়সীরর বর্ণনা দিলেন। নিজের বা কবির বর্ণনা না দিয়ে। টাইটেলের সাথে তো মিললো না।
নারী মানেই কবিতা, ভরদুপুর, বিষণ্ন বিকেল, রাতজাগা পাখি, একটুকরো মানচিত্র।
তারপর? কারও না কারও মা।।
নাজমুল হুদা
খুব সুন্দর আপনার মন্তব্যটি ।
কবিতা আর তুমি দুটোই সভ্যতা যাকে নিয়ে গবেষণার শেষ নাই।
“তুমি” শব্দ দিয়ে প্রেয়সী আর মা দুটোই বুঝানো হয়েছে। এই লাইনটি লক্ষ্য করলে তা বুঝা, “তুমি মানবের পরিচিতিপত্র”
কখনও কখনও টাইটেলও কবিতা যা মিল থাকা বাঞ্ছনীয় নয়।
মোঃ মজিবর রহমান
প্রেম্পত্র, একটি গবেসনার ফসল প্রেম মা, জাতি সবই। কবিতা লেখকের মনের ভাব প্রকাশের পাতা। ইচ্ছে খুশি প্রকাশ করা।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍
মোঃ মজিবর রহমান
❤💙
সাবিনা ইয়াসমিন
কবি কবিতা একে অপরের আরাধনা। কবিতার সংজ্ঞা কবির হাতে, কবির বিশ্লেসন কবিতায়।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
কবিতার বিস্ফোরণ ঘটুক
মনির হোসেন মমি
কবিতা আর তুমি।কবি যে ভাবেন সে ভাবেই সে প্রিয়তমা।দারুণ লিখেছেন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
কবিতার বিস্ফোরণ ঘটুক
নিতাই বাবু
আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 💕
সুস্থ থাকবেন সবসময় 😍
তৌহিদ
কবিতা মানে এতো কিছু, বুচ্ছি!! মলম পার্টির চিন্তায় তোমার মাথা গ্যাছে!! 😜😜
লেখা ভালো লেগেছে নাজমুল। তা এই তুমিটা কে তাড়াতাড়ি কইয়া ফালাও দেখি ☺☺
নাজমুল হুদা
হা হা হা ,, মলমপার্টি এখন নাই তবে নরমর্পাটি পায়ছে আমারে।
সব কিছুর লিংক চাহিয়া লজ্জা দিবেন না, আবার আসিবেন 😍
তৌহিদ
আচ্ছা 😜😜
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন দাদা।
বেশ ভালো লাগলো
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
কবিতার বিস্ফোরণ ঘটুক