হ্যাঁ এই শেষবার!
আমি আর কখনো তোমার কাছে যেতে চাইব না
মাঝ-রাস্তায় পথ আটকে বলব না,
আচ্ছা অবনী তুমি কাল আসবে তো?
অথচ দুদিন আগেই সব ঠিকঠাক চলছিল।
এ বাড়ির পাশে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া, গোধূলী বেলার আলো
সবকিছুকে প্রত্যাখ্যান করে তুমি চলে যেতে চাইলে!
বললে, আমার যা কিছু সবটা নোংরামি, লোক দেখানো।
অতঃপর; একজন ব্যর্থ প্রেমিকের মতো আমি চুপটি করে দাঁড়িয়ে রইলাম।
তখন ইচ্ছে হচ্ছিল তোমাকে সজোরে আটকে রেখে বলি,
অবনী আমায় ভুল বুঝো না, তুমি থাকলে আমি বিশ্বজয়ও করতে পারি।
কিন্তু, আমার বাহুদ্বয় কেমন স্থবির হয়ে রইল
আমি পারলাম না!
এরপর, টানা ছ’মাস তোমার কোনো খোঁজ রাখিনি।
সত্যি বলতে আমিও চাইনি
তবে, এটা জানতাম একদিন তুমি ঠিকই ছুটে আসবে।
হঠাৎ, এক সন্ধ্যে আমি যখন মোটা ফ্রেমের চশমা পরে কবিতা নিয়ে ব্যস্ত
তখন তুমি আমার সামনে এসে বললে, আমায় চিনতে পারছো?
আমি একদন্ডও চিনতে ভুল করিনি।
অবনী অস্থির হয়ে বলতে লাগল, আমি ভালো নেই! তোমার লেখা কবিতার মতো কেউ আমায় ভালোবাসে নি।
১৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলায় স্বাগত।
প্রথম কবিতা সুন্দর হয়েছে। নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
স্বাগতম❤️❤️🌹🌹
ভালোবাসা ছেড়ে গেলেও কিছু তো দিয়ে যায়!!!
বরাবরের মতোই সুন্দর কবিতা। লিখতে থাকো প্রাণ ভরে।।।
শুভ কামনা রইলো!
জিনিয়া জুঁই
ধন্যবাদ আপু। দোয়া করবেন।
বন্যা লিপি
এই এখানে স্বাগতম আপনাকে🌹
প্রথম লেখাতেই বাজিমাৎ।
লিখুন এবং লিখুন।
শুভ কামনা।
জিনিয়া জুঁই
ধন্যবাদ। ভালোবাসা অবিরাম।
বোরহানুল ইসলাম লিটন
কবিতারা চির যত্নশীল
তাইতো চিরকাল অতি যত্নে ভালোবাসা বিলিয়ে যায়।
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ।
হালিমা আক্তার
মোটা ফ্রেমের চশমা দিয়েও চিনতে ভুল হয়নি। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
জিনিয়া জুঁই
ধন্যবাদ। ভালোবাসা অবিরাম।
সঞ্জয় মালাকার
অসাধারণ কবিতা,
পাঠে মুগ্ধ হলাম, ভালো থকবেন শুভ কামনা /
জিনিয়া জুঁই
ধন্যবাদ।
রিতু জাহান
শব্দের কারুকাজ দারুন। দৃশ্যপট যেনো স্পষ্ট চিত্রায়িত করলেন শব্দেই।
ভালো লাগলো খুব।
সোনেলায় স্বাগতম।
নিয়মিত লিখুন,, শুভকামনা
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা জানবেন।