কবিতায় ভালোবাসি

জিনিয়া জুঁই ২৮ জুন ২০২২, মঙ্গলবার, ১২:৩৯:০৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

হ্যাঁ এই শেষবার!

আমি আর কখনো তোমার কাছে যেতে চাইব না

মাঝ-রাস্তায় পথ আটকে বলব না,

আচ্ছা অবনী তুমি কাল আসবে তো?

 

অথচ দুদিন আগেই সব ঠিকঠাক চলছিল।

এ বাড়ির পাশে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া, গোধূলী বেলার আলো

সবকিছুকে প্রত্যাখ্যান করে তুমি চলে যেতে চাইলে!

বললে, আমার যা কিছু সবটা নোংরামি, লোক দেখানো।

 

অতঃপর; একজন ব্যর্থ প্রেমিকের মতো আমি চুপটি করে দাঁড়িয়ে রইলাম।

তখন ইচ্ছে হচ্ছিল তোমাকে সজোরে আটকে রেখে বলি,

অবনী আমায় ভুল বুঝো না, তুমি থাকলে আমি বিশ্বজয়ও করতে পারি।

কিন্তু, আমার বাহুদ্বয় কেমন স্থবির হয়ে রইল

আমি পারলাম না!

 

এরপর, টানা ছ’মাস তোমার কোনো খোঁজ রাখিনি।

সত্যি বলতে আমিও চাইনি

তবে, এটা জানতাম একদিন তুমি ঠিকই ছুটে আসবে।

 

হঠাৎ, এক সন্ধ্যে আমি যখন মোটা ফ্রেমের চশমা পরে কবিতা নিয়ে ব্যস্ত

তখন তুমি আমার সামনে এসে বললে, আমায় চিনতে পারছো?

আমি একদন্ডও চিনতে ভুল করিনি।

অবনী অস্থির হয়ে বলতে লাগল, আমি ভালো নেই! তোমার লেখা কবিতার মতো কেউ আমায় ভালোবাসে নি।

 

 

৬১৬জন ৪৪০জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ