
সেদিন ছিল রাত্রির দ্বিতীয় প্রহর।
আকাশের গা-য়ে চাঁদ ছিল কিনা জানি না,
তবে আমার ঘরে ছিল পূর্ণ যৌবন দীপ্ত চাঁদ!
সেই চাঁদের উজ্জ্বল ঝলমলে দ্যুতির-
ঝলকানিতে সম্মোহিত করেছিল আমায়।
কবিতার শান্ত চক্ষে ছিল আমার চক্ষু,
কবিতার তীক্ষ্ণ দৃষ্টিতে ছিল আমার দৃষ্টি,
কবিতার শক্ত কাঁধে ছিল আমার উতপ্ত নিঃশ্বাস,
কবিতার উষ্ণ অধরে ছিল আমার অধর,
কবিতার উন্মুক্ত বক্ষে ছিল আমার মস্তক,
কবিতার শুষ্ক হস্তে ছিল আমার হস্ত।
সে এক অদ্ভুত সুন্দর স্বর্গীয় সুখানুভূতি!
যেন অনেক কাঙ্ক্ষিত আর প্রত্যাশিত-
সুখ-স্বপ্ন ধরা দিয়েছিল হাতের মুঠোয়।
জীবনের শ্রেষ্ঠ সুন্দর সময় ছিল-
সেই রাত্রির দ্বিতীয় প্রহর।
উৎসর্গ….
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মনে হলো অক্ষর গুলো পাড়ি দিয়ে এলো কোন এক স্মৃতির সমুদ্র,
দীর্ঘ পথ অতিক্রম করে একে-একে জড়ো হয়েছে রাত্রির নিস্তব্ধতা ভেঙে,
কবিতার আবরণে মিশে গেলো রাত্রি-রা
বর্ণচোরা স্মৃতি-স্বরণে…
চমৎকার কবিতা! উৎসর্গ… অজান্তেই থাকলো 🙂
❤❤
সুরাইয়া পারভীন
কবিতার আতুর ঘরে পৌঁছানোর আগে পরিণয়ের রাতটা কিন্তু খুব ই প্রয়োজন আপু।🙈🙈
স্মৃতির সমুদ্র সাঁতরে সাঁতরে অক্ষর পৌঁছে গেছে প্রণয়ের রাতে😛😛
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ❤❤❤
সুরাইয়া পারভীন
আমি নিজেই বুঝতে পারিনি এটা কাকে উৎসর্গ করা যায়! তাই ডর ডর
ভালোবাসা অবিরাম আপু
এপিটাফ
এ যেন জীবন্ত স্মৃতি রোমন্থন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
রাতের দ্বিতীয় প্রহরে কবিতার সংসর্গ সুন্দর করেই উপস্থাপিত হয়েছে।
এমন কবিতার অনুভব সবাই বুঝতেও পারবে না।
সুরাইয়া পারভীন
কবিতা নিয়ে কিছু একটা লিখবো
ভাবতেই এই কথা গুলোই এলো মস্তিষ্কে
আমিও আগপাছ না ভেবে লিখে ফেললাম
এই কবিতার অনুভবের অনুভূতি
যে যার মতো করে উপভোগ করুক
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ❤
জিসান শা ইকরাম
লেখার আন্তরিক উপস্থাপনার গুনে একটি রাতের ভিডিও দৃশ্য যেন দেখলাম।
সে এবং কবিতা ভালো থাকুক।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হুম সেটাই
সবাই ভালো থাকুক
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
ইঞ্জা
বিমোহিত হয়ে পড়ছিলাম আপু, সত্যি অসাধারণ লিখেন আপনি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
এতো কিছু বুঝিনা, জানিনা। কবিতা ভালো লেগেছে এটাই সত্যি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
হা হা হা হা দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
দ্বিতীয় প্রহরে লিখা কবিতা ভালোই লাগলো।
চমৎকার শব্দচয়ন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়