কথোপকথন

সুরাইয়া পারভীন ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১০:৪৮:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

এক পসলা বৃষ্টি ঝরে যাওয়ার পর
নিকষ কালো মেঘ কেটে গিয়ে
যখন নীলে নীলে নীলাম্বরী হলো আমাদের আকাশ
তখন তোমার মুখে এমন কথা শুনে আমি থ মেরে গেলাম!

কি মিষ্টি করে বললে জান!
তুমি এমন কেনো?
একজন  সাধারণ নারীর মতো এমন আচরণ তোমায় কী শোভা পায়?
তুমি তো সাধারণ নারী নও
এমন ছেলেমানুষী নিছকই সাধারণ নারীদের মানায়
তোমার মতো অসাধারণ নারীদের নয়

শোয়া থেকে উঠে বসলাম
চিৎকার দিয়ে বললাম তোমায় কে বললো আমি অসাধারণ নারী?
আর হ্যাঁ
সাধারণ হোক বা অসাধারণ
সামান্যা হোক বা অসামান্যা
নারী তো নারীই
একজন নারী তার সর্বস্ব উজাড় করে দিলেও
তার ভালোবাসার মানুষটির সংস্পর্শে আসতে দেবে না কাউকে

আবেগ দিয়ে জীবন চলে কী সোনাপাখি?
বাস্তবতা মেনে নাও।

ওহ্ তোমার তাই মনে হয়!
আমি  আবেগের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি
ছাব্বিশ বসন্ত গিয়ে সাতাশে পৌঁছে যাবো দুদিন পর
আর তোমার মনে হচ্ছে আমি আবেগী
বাহ্ দারুণ বলেছো বটে!

সবে তো ছাব্বিশ আমি ছত্রিশে এসেও-
মাঝে মাঝে ইমোশনাল হই

এই শোনো আমি মোটেও ইমোশনালফুল নই
আমার ভালোবাসার জন্য উৎকণ্ঠা প্রকাশ
ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে চাওয়া
ভালোবাসাকে আগলে রাখতে চাওয়া
মোটেও ইমোশন নয়।

ওরে সোনা তুমি আমায় বিশ্বাস করো না?

শতভাগ বিশ্বাস করি তোমায়
কিন্তু কি করবো বলো ?
মন মানে না
মনের সাথে যুদ্ধে যখন হেরে যাই
তখনই এমন ডেস্পারেট হয়ে উঠি

এই পাগলি!
আমি যখন থাকবো না তখন কী করবে?
কী করে নিজেকে সামলাবে?

থাকবে না মানে কী?
কোথায় যাবে তুমি?
যেখানেই যাও আমাকে সাথে নিয়ে যাবে
একলা ছাড়বো না তোমাকে

তা কি করে হয় জান!
কাউকে কি সাথে নিয়ে যাওয়া যায়?

কাউকে সাথে নিয়ে যাওয়া না গেলেও
কেউ তো সাথে যেতেই পারে

যাওয়া কি উচিত কলিজা!

উচিত কী উচিত নয় তা আমি জানি না
কিন্তু তোমায় একা ছাড়তে পারবো না
সরি সোনা  এই দেখো কান ধরছি
তোমাকে আর কষ্ট পেতে দেবো না
করবো না এমন ছেলেমানুষী

লাভ ইউ সোনাপাখি 😘😘😘

হুম ঠিক আছে তো

লাভ ইউ টু জান❤❤❤

১৭৩৮জন ১৬৪২জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ