
এক পসলা বৃষ্টি ঝরে যাওয়ার পর
নিকষ কালো মেঘ কেটে গিয়ে
যখন নীলে নীলে নীলাম্বরী হলো আমাদের আকাশ
তখন তোমার মুখে এমন কথা শুনে আমি থ মেরে গেলাম!
কি মিষ্টি করে বললে জান!
তুমি এমন কেনো?
একজন সাধারণ নারীর মতো এমন আচরণ তোমায় কী শোভা পায়?
তুমি তো সাধারণ নারী নও
এমন ছেলেমানুষী নিছকই সাধারণ নারীদের মানায়
তোমার মতো অসাধারণ নারীদের নয়
শোয়া থেকে উঠে বসলাম
চিৎকার দিয়ে বললাম তোমায় কে বললো আমি অসাধারণ নারী?
আর হ্যাঁ
সাধারণ হোক বা অসাধারণ
সামান্যা হোক বা অসামান্যা
নারী তো নারীই
একজন নারী তার সর্বস্ব উজাড় করে দিলেও
তার ভালোবাসার মানুষটির সংস্পর্শে আসতে দেবে না কাউকে
আবেগ দিয়ে জীবন চলে কী সোনাপাখি?
বাস্তবতা মেনে নাও।
ওহ্ তোমার তাই মনে হয়!
আমি আবেগের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি
ছাব্বিশ বসন্ত গিয়ে সাতাশে পৌঁছে যাবো দুদিন পর
আর তোমার মনে হচ্ছে আমি আবেগী
বাহ্ দারুণ বলেছো বটে!
সবে তো ছাব্বিশ আমি ছত্রিশে এসেও-
মাঝে মাঝে ইমোশনাল হই
এই শোনো আমি মোটেও ইমোশনালফুল নই
আমার ভালোবাসার জন্য উৎকণ্ঠা প্রকাশ
ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে চাওয়া
ভালোবাসাকে আগলে রাখতে চাওয়া
মোটেও ইমোশন নয়।
ওরে সোনা তুমি আমায় বিশ্বাস করো না?
শতভাগ বিশ্বাস করি তোমায়
কিন্তু কি করবো বলো ?
মন মানে না
মনের সাথে যুদ্ধে যখন হেরে যাই
তখনই এমন ডেস্পারেট হয়ে উঠি
এই পাগলি!
আমি যখন থাকবো না তখন কী করবে?
কী করে নিজেকে সামলাবে?
থাকবে না মানে কী?
কোথায় যাবে তুমি?
যেখানেই যাও আমাকে সাথে নিয়ে যাবে
একলা ছাড়বো না তোমাকে
তা কি করে হয় জান!
কাউকে কি সাথে নিয়ে যাওয়া যায়?
কাউকে সাথে নিয়ে যাওয়া না গেলেও
কেউ তো সাথে যেতেই পারে
যাওয়া কি উচিত কলিজা!
উচিত কী উচিত নয় তা আমি জানি না
কিন্তু তোমায় একা ছাড়তে পারবো না
সরি সোনা এই দেখো কান ধরছি
তোমাকে আর কষ্ট পেতে দেবো না
করবো না এমন ছেলেমানুষী
লাভ ইউ সোনাপাখি 😘😘😘
হুম ঠিক আছে তো
লাভ ইউ টু জান❤❤❤
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
কথোপকথন দিয়ে লেখা ভালো লাগে আমার।
কোন ভিন্ন বর্ননা নেই, থাকবে সুধু কথা, এই কথার মাঝেই থাকবে একটি গল্প।
ভালো লেগেছে আপনার পোষ্ট,
যেখানেই যাক, একা ছাড়াছাড়ি নেই,
সাথেই যেতে হবে 🙂
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
সেই তো ছাড়বো কেনো,,,😜
। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নাজমুল হুদা
সন্দেহে সন্দেহ ভালোবাসা গাঢ় হলো এমনকি শেষে চলে যাওয়ার পর্যন্ত গেলো।সুন্দর হোক ভাবনাময় পৃথিবী।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জীবন এমনই হোক
হালিম নজরুল
কথোপকথন আমার চিরন্তন ভাললাগা বিষয়।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
কথোপকথন সুন্দর লেগেছ কাছাকাছি থাকার জন্যই ভালবাসা সেটা তো থাকবেই।
সুরাইয়া পারভিন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন
সঞ্জয় মালাকার
কথোপকথন, দিদি পড়ে খুব ভালো লাগলো,
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি রাশি রাশি শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
পাগলি/কলিজা/সোনাপাখি/জান
কত্ত সুন্দরের সমন্বয় করেছেন, ভয় পাই!
বাবা/বাবু জুড়ে দিলে মন্দ হতো না!!!
সুরাইয়া পারভিন
হা হা হা,,,, দারুণ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সাবিনা ইয়াসমিন
সাধারণ হোক বা অসাধারণ
সামান্যা হোক বা অসামান্যা
নারী তো নারীই
একজন নারী তার সর্বস্ব উজাড় করে দিলেও
তার ভালোবাসার মানুষটির সংস্পর্শে আসতে দেবে না কাউকে…..
এভাবে যে ভালোবাসে তাকে কি ইমোশনাল বলা যায়! সেতো প্রেমময়ী যে আকড়ে, আগলে রাখে তার প্রেমিক-জনকে। যেখানে যাও, সাথে না নাও, সাথী আমিই হবো। একাকী হতে দিবো না কভু।
দারুন! ❤❤
সুরাইয়া পারভিন
আপনার দারুণ মন্তব্যে উৎসাহিত হই বার বার
আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো আপু❤❤
বন্যা লিপি
কথপোকথন নিয়ে গল্প আমারো ভীষন প্রিয় বিষয়, দারুন উপস্থাপন করলেন। প্রেমময়ী নারী সব পারে। প্রেমময় প্রিয়তমর সঙ্গী আর কাউকে ভাবতেই পারে না।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
আপনাদের আন্তরিকতায় মুগ্ধ আমি
চাটিগাঁ থেকে বাহার
বাবারে বাবা!
ভালোবাসার কথোপকথন ভালো লেগেছে।
সুরাইয়া পারভিন
হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি