-ব্রাদার আছেন?
-জী, আছি।
-আচ্ছা আপনি কি লাইক, কমেন্ট পাওয়ার জন্য ফেইসবুকে পোস্ট দেন?
-জী না ভাই। লাইক, কমেন্ট পাওয়ার জন্য ফেইসবুকে পোস্ট দেই না। আর লাইক কমেন্ট অপশন না থাকলেও ভাই আমি পোস্ট দিতাম। দিতে ভাল লাগে। তবে লাইক কমেন্ট পেলে ভাল লাগে, এটা ঠিক।
-ভাব দেখে তো মনে হয় এসব পাওয়ার জন্যই করেন।
-ও আছা তাই নাকি? আমিতো ভাব দেখাই না। আর আমাকে নিয়ে আপনার ভাবনায় ভুল আছে। ভুল ভাবনা নিয়ে কিভাবে চলেন?
-মানে কি?
-আপনি এর মানেও বুঝতে পারলেন না? তাহলে আমার পোস্ট এর মানে ক্যামনে বুঝবেন?
-আপনি কি রবীন্দ্রনাথ, হুমায়ূন কিংবা সেলেব্রিটি নাকি যে আপনার পোস্ট এর মানে বুঝতে হবে?
-এই তো আসল পয়েন্টে আসলেন। আমি ভাই রবীন্দ্রনাথ, হুমায়ূন না। আবার কোনও সেলেব্রিটিও না। রবীন্দ্রনাথ কিন্তু ফেইসবুক ব্যবহার করতেন না। হুমায়ূন আহমেদ করতেন কিনা জানি না। আর আমার পোস্ট করা নিয়ে আপনার মাথা ব্যাথা কেন বুঝলাম না। আপনার কথা শুনে তো এখন নিজেকে সেলেব্রিটি লাগছে। হা হা হা।
-বলদের মতো হাসেন কেন?
-ভাই বলদ যে হাসতে পারে আপনার কাছ থেকে জানলাম। আগে জানতাম না। হা হা হা।
-মিয়া আপনি এক ডিগ্রি বেশী বুঝেন।
-বেশী বুঝার মাত্রা যে ডিগ্রী দিয়ে প্রকাশ হয় এটাও জানা ছিল না। তো কার চেয়ে এক ডিগ্রী বেশী বুঝি? আপনার চেয়ে? হা হা হা।
-আবার হাসেন। লজ্জা করে না?
-না ভাই লজ্জা করে না। লজ্জার জায়গা তো ভাই ঢেকে রেখেছি।
-ধুর মিয়া। যান ফুটেন।
-ভাই আপনিই তো ডেকে আমার সাথে চ্যাট করলেন। ডেকে এনে অপমান করছেন।
-আপনার মান সম্মান কিংবা অপমানবোধ আছে নাকি? থাকলে তো চলেই যেতেন।
-আপনার সাথে বাকচিত করতে বড্ড ভাল লাগছে তাই যাইনি। তবে চলে যেতে যেহেতু বলেছেন, এবার যাবো। আর যাবার আগে একটা কথা বলে যাই। আপনি মানুষটা কিন্তু মজার, মানে একটু জোকার টাইপের। হা হা হা।
-মানে কি? কি বলছেন এসব?
(আমি আর কোনও উত্তর দিলাম না। বিদায় তো নিয়ে নিয়েছি। লোকটা তবুও ম্যাসেজ দিয়ে যাচ্ছে। আমি সিন করে যাচ্ছি)
-কি মিয়া চুপ ক্যান? আমাকে জোকার বললেন কেন? কি হল? ঐ মিয়া। আপনার খবর করে ছাড়বো। দাঁড়ান।
(আমি তবুও চুপ থেকে গেলাম। লোকটিকে আনফ্রেন্ড কিংবা ব্লক করলাম না। লোকটি কি খবর করে দেখার অপেক্ষায় রইলাম……)
২৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হ্যা অনেক্র কাজ নাই অযথা অন্যের উপর মাথা ঘামাই বুইঝা না বুইঝা। দেখি আমিও খবরের অপেক্ষাই…………।
রুমন আশরাফ
জী ভাই।
কামাল উদ্দিন
অচেনাদের সাথে কথা সাধারণত হয় না, এমনটা কখনো হয়নি, চালিয়ে যান আপনার কথোপকথন,,,,,,,,,,,,,,,,,,,,শুভ নববর্ষ ২০২০
রুমন আশরাফ
নতুন বছরের শুভেচ্ছা।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা,,,পায়ে পা লাগিয়ে ঝগড়া করা কোনো কোনো মানুষের বদঅভ্যাস। মন চায় এদের আচ্ছা মতো কিলাই।
নতুন বছরের শুভেচ্ছা রইলো
রুমন আশরাফ
আমারও কিলাইয়া ভুত বানাইতে ইচ্ছা করে। হা হা হা
ছাইরাছ হেলাল
আচ্ছা ইহার নাম হয় ফেসবুক চ্যাটিং!
শুভেচ্ছা আপনাকে।
রুমন আশরাফ
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা আপনাকেও।
সুপর্ণা ফাল্গুনী
-ভাই বলদ যে হাসতে পারে আপনার কাছ থেকে জানলাম। আগে জানতাম না। হা হা হা।
-মিয়া আপনি এক ডিগ্রি বেশী বুঝেন।
-বেশী বুঝার মাত্রা যে ডিগ্রী দিয়ে প্রকাশ হয় এটাও জানা ছিল না। তো কার চেয়ে এক ডিগ্রী বেশী বুঝি? আপনার চেয়ে? হা হা হা।🤣🤣🤣🤣 শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো
রুমন আশরাফ
আপনাকেও শুভেচ্ছা।
নৃ মাসুদ রানা
-কি মিয়া চুপ ক্যান? আমাকে জোকার বললেন কেন? কি হল? ঐ মিয়া। আপনার খবর করে ছাড়বো। দাঁড়ান।
রুমন আশরাফ
হা হা হা
তৌহিদ
হা হা হা চ্যাটিং বিড়ম্বনায় অনেকেই পড়েছেন, আমিও পড়েছি। এরকমটা দেখলে সোজা খোআরে। নববর্ষের শুভেচ্ছা রইল ভাই।
রুমন আশরাফ
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাই।
জিসান শা ইকরাম
কত ধরনের মানুষ যে আছে ফেইসবুকে !
চলুক নিয়মিত এই পর্ব।
রুমন আশরাফ
ধন্যবাদ জিসান ভাই।
সাবিনা ইয়াসমিন
লেখা পড়ে বলদের মতো হাসলাম না। ☺☺
আপনার কি খবর হয় আমাদেরও দেখাবেন, আমরা এখনো দাড়িয়েই আছি 😀😀
রুমন আশরাফ
হা হা হা। খবর এখনও হয়নি।
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
আর কোনও খবর পাননি?
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
রুমন আশরাফ
নাহ খবর পাওয়া যায়নি আর।
আরজু মুক্তা
হা হা! চ্যাটাং চ্যাটাং চ্যাটিং
রুমন আশরাফ
হা হা হা