– তবে একটা গল্প বলো, যেকোন একটা
– আমার কোন গল্প নেই।
– তবে ভালোবাসার গল্পই বলো না হয়
– ভালোবাসার গল্প হয়নাতো, ভালোবাসা নিজেই গল্প।
– তাই? তবে সেটাই বলো। এই অর্ধেক রাত্তিরে
ভালোবাসা ছুঁয়ে যাক ভিতরে বাহিরে।
– ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।
ভালোবাসলে নেউলধূসর প্রান্তরের পথে জমে থাকে নিশিবাস, মিহিন আবেগ।
ভালোবাসলে খনন চলে অবিরত
ভালোবাসলে ময়ুরকন্ঠী শাড়িতে সাজাতে হয়, বুকের অন্ধকার ক্ষত।
ভালোবাসলে দিন দুপুরে, আলোর ভেতরে
দুঃখ রঙের মেঘ, অকারণে গর্জায় দুন্দুভিনিনাদে।
ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব
নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে।
-কবি, থামো!
অন্য গল্প বলো, ভয় লাগছে।
২৭টি মন্তব্য
শিশির কনা
এমন লেখায় কোট না করে মন্তব্য করার সাধ্য আমার নেই।
‘ – ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।
ভালোবাসলে নেউলধূসর প্রান্তরের পথে জমে থাকে নিশিবাস, মিহিন আবেগ।
ভালোবাসলে খনন চলে অবিরত
ভালোবাসলে ময়ুরকন্ঠী শাড়িতে সাজাতে হয়, বুকের অন্ধকার ক্ষত।
ভালোবাসলে দিন দুপুরে, আলোর ভেতরে
দুঃখ রঙের মেঘ, অকারণে গর্জায় দুন্দুভিনিনাদে।
ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব
নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে। ‘
ভালোবাসাটা ভালোই বুঝেন দেখছি। এরপরেও তো আমরা ভালোবাসায় ডুবে যাই। আসলেই ভয় লাগছে ভাইয়া।
সাইদ মিলটন
নাহ ,খুব ভালো আর বুঝলাম কই ?
ভয়ের কিছু নেই 🙂
শিশির কনা
কতটা তারকা চাই এই লেখায়? 🙂
সাইদ মিলটন
তারা বড় দুরের ব্যাপার
দেখতে ভালোই লাগে পেতে চাইলেই- ধপাস
তাই একটিও চাইনা, আমার অখন্ড আকাশ চাই 🙂
শিশির কনা
আকাশ? তাহলে সব সব তারাই দেখি আপনার চাই 🙂
সাইদ মিলটন
তারার জন্য নয়, আকাশ নির্বিকার এজন্য 🙂
সীমান্ত উন্মাদ
মিলটন ভাই অসাধারন অভিব্যাক্তির প্রকাশ। প্লাস দিয়ে শেষ করা যাবে না । সত্যি বলতে কি বহুদিন পর এমন গদ্য কাব্য পড়লাম।
সাইদ মিলটন
অসংখ্য ধন্যবাদ সীমান্ত উন্মাদ ভাই 🙂
ছাইরাছ হেলাল
আপনি ভালো লেখেন , ভালো কথা , পড়িও সব সময় মনের আনন্দে।
তাই বলে এতটা ভাল ! ভাল না কিন্তু। এখানে অনেকদিন পর আপনার এমন লেখা পড়ে সত্যি আনন্দিত।
ভালুবাসার উপ্রে থিসিস লেইক্কা ফ্যালেন। বড় বা ছোটরাও উফকার পাইলেও পাইতে পারে।
(জাষ্ট কিডিং ম্যান)
এদিকে ও একটু চালু রাখলে ভালই হয়।
সাইদ মিলটন
আমি আবজাব লিখি ,ভালো লেখা এই পোস্টের উপরেই আছে 🙂
একটা থিসিস লিখা দরকার আসলেই 😀 আমার না শিশির কনার , থুক্কু ডঃ শিশির কনার 😀
মামুন
ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।- অসাধারণ অনুভূতিতে বিমুগ্ধ হলাম!
প্রতিটি লাইনেই ভালোলাগার গোপন ঝংকার এ হৃদয়ে বেজে চলেছিল।
ভালো লাগা রেখে সাথেই রইলাম প্রিয় কবি!
শুভসকাল। -{@
সাইদ মিলটন
শুভ সকাল মামুন ভাই 😀
ভালোবাসলে আসলেই বুকের ভেতর মেঘ জমা হয় 🙂
মোঃ মজিবর রহমান
ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব
নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে।
পারলাম আর কই কবি সাহেব।
-{@
সাইদ মিলটন
চেষ্টা করেন ডুব দিতে ,চেষ্টায় সব হয় 😀
ধন্যবাদ
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব সুন্দর এবং ভাল লাগল।
সাইদ মিলটন
ধন্যবাদ মনির ভাই 🙂
সোনিয়া হক
কতটা ভালো লেগেছে লেখা বুঝাতে পারবো না। (y) (y)
সাইদ মিলটন
বুঝলাম অনেক ভালো লেগেছে 🙂
অনেক অনেক খুশী হইলাম
অরণ্য
খুব ভালো লাগলো আপনার কথপোকথন। ভালোবাসাকে এভাবে চিরে-ফেঁড়ে সবাই দেখতে পায়না। আবার কেউ কেউ না চাইলেও ঠিক দেখতে পায়। আপনার একটা লাইনেই যেন অনেক কিছু – “ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ”।
জিসান শা ইকরাম
যাউক ,ভালোবাসার বয়স পিছনে ফেলাইয়া আইছি
লেখা পড়েই যে বুক ধরফরানী শুরু হইছে
ভালোবাসায় পতিত হইলে অক্কা পাইতাম 🙂
অনেক অনেক ভালো লাগা কবি।
সাইদ মিলটন
দাদা , ভালোবাসার বয়স কেউ পিছনে ফেলে আসেনাকি ?
আপনি তো এভারগ্রীন (3 🙂
খেয়ালী মেয়ে
না থামলে ভালোই হত 🙂
ভালোই লাগছিলো গল্পটা (y)
সাইদ মিলটন
বালিকা ভয় পায় , না থেমে উপায় কি 🙂
শুন্য শুন্যালয়
পড়লাম। কয়বার জানি পড়লাম। এতদিন ধরে কি লিখছিলেন সবই তো ভুলে গেলাম। এতো ভালো ভালো না।
আকাশ নির্বিকার হলেও তাকে চাওয়ার মানুষ বিস্তর, তাকে ভাবার মানুষও বিস্তর।
সাইদ মিলটন
হ বেশী ভালো ভালো নাহ 😀
আকাশ আসলেই নির্বিকার 🙂
মরুভূমির জলদস্যু
-{@ – ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ। -{@
সাইদ মিলটন
-{@ -{@
হ্যাঁ নরম মেঘ জমা হয় 🙂