কত গভীর ভাবনা

মোঃ মজিবর রহমান ২২ জুলাই ২০১৫, বুধবার, ০৩:২৯:২১অপরাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

বইটি পড়ি পড়ি করে পড়া সম্ভব হয়নি।

কত গভির ভাবনা এই মহান মানুষটির মাঝে। তাঁর লেখা না পড়লে অনেক অজানা থেকে যাবে জিবনে।

বইটি কিনেছি অনেক পূর্বেই কিন্তু সম্পূর্ণ পড়া সম্ভব হয়ে উঠেনি। ঈদের ছুটিতে একরাতেই গাজা খোরের ন্যায় পড়লাম।

মনের অনেক অজানা এবং এই মহান ব্যাক্তি সম্পর্কে জানা হল। তাঁর প্রথম পৃষ্টাই  অনেকক্ষণ চোখ আটকিয়ে গেল। একাধিক বার পড়েছি

এবং তাঁর চিন্তা চেতনা নিয়ে নিজেকে অনেক জানার চেষ্টা করেছি।

তাঁর লেখা তুলে ধরলাম, ” একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাংগালি হিসাবে যা কিছু বাংগালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পইক্তির উৎস ভালবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। ”  

এখন আমাদের রাজনীতিবিদদের এই উক্তিটি গভিরভাবে ভাবা দরকার তারপরে রাজনীতি করা দরকার বলে আমি মনে করি।

৪৭৭জন ৪৭৭জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ